ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন নেইমার। ফেরাটাকে দারুণভাবে রাঙালেন তিনি। প্রথমে কাসেমিরোকে দিয়ে গোল করিয়েছেন। পরে নেইমারের গোলে রক্ষা পেয়েছে ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে জিততে পারেনি সেলেকাওরা। তিতের শিষ্যরা মাঠ ছেড়েছেন ২-২ গোলের সমতা নিয়ে।
শনিবার যুক্তরাষ্ট্রের মায়ামিতে ম্যাচের ১৯ মিনিটে কাসেমিরোর গোল এগিয়ে যায় ব্রাজিল। ছয় মিনিট পরেই কলম্বিয়া সেই গোল শোধ করে দেয়। পেনাল্টি পেয়ে যায় তারা। মুরিয়েল গোল করে সমতা এনে দেন। এরপর প্রথমার্ধের ৩৪ মিনিটে ইতালির লিগ আটল্যান্টায় খেলা কলম্বিয়া স্ট্রাইকার মুরিয়েল দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নেন। ওই লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে কলম্বিয়া।
দ্বিতীয়ার্ধের শুরুতে (৫৮) ব্রাজিল তারকা নেইমার গোল করে দলকে সমতা এনে দেন। তিন মাস পরে সেলেকাওদের হয়ে গোলের খাতায় নাম তোলেন তিনি। ব্রাজিলের হয়ে ৯৮ ম্যাচে ৬১ গোল করেন এই তারকা। আর এক গোল করলেই ব্রাজিলের রোনালদোর সমান গোল হবে তার। দুইয়ে থাকা রোনালদোকে ছাড়াতে দুই গোল দরকার ব্রাজিল তারকার। ব্রাজিলের হয়ে ৭৭ গোল করা পেলের পেছনেও ছুটছেন নেইমার।