আজ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জোট ভেঙে দিলেন মায়াবতী

অনলাইন রিপোর্ট:

সমাজবাদী পার্টির সঙ্গে সব সম্পর্ক ভেঙে দিলেন মায়াবতী। লোকসভা নির্বাচনের আগে পুরনো দুশমনি ভুলে জোট গড়েছিলেন ‘বুয়া-বাবুয়া’। কিন্তু লোকসভায় ভরাডুবি হওয়ার পরই তিক্ততা বাড়তে থাকে সপা-বসপা সম্পর্কে। অবশেষে সোমবার ট্যুইট করে জোট ভাঙার কথা জানিয়ে দিলেন বিএসপি নেত্রী। ভবিষ্যতে সব ভোটে তাঁর দল একাই লড়বে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেছেন যে বিজেপিকে হারাতেই সমাজবাদী পার্টির সঙ্গে জোট গড়েছিলেন তিনি। কিন্তু এই জোট যে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় তা বুঝতে পেরেছেন। দলীয় স্বার্থেই এবার থেকে সব ভোট একা লড়ার কথা জানিয়েছেন মায়াবতী।

এর আগে রবিবার দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে মায়াবতী অভিযোগ করেন যে লোকসভা ভোটে ভরাডুবির পরও তাঁকে একবার ফোন করার প্রয়োজনীয়তা অনুভব করেননি অখিলেশ যাদব। অখিলেশের এই ব্যবহারে তিনি অত্যন্ত দুঃখ পান বলেও জানান মায়াবতী।

স্পন্সরেড আর্টিকেলঃ