আজ বৃহস্পতিবার, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

জেলা বিএনপির পদযাত্রায় নেতা-কর্মীদের ঢল

সূর্যের প্রখর রোদ মাথায় নিয়ে ৫ কিলোমিটারের দীর্ঘ পথে পদযাত্রা করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। গতকাল বিকেল ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ থেকে সাইনবোর্ড পর্যন্ত এই দীর্ঘ পথে জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়।

এতে বিএনপি এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ জনতার ঢল দেখা যায়। সরকার পদত্যাগের এক দফা দাবীতে কেন্দ্র ঘোষিত ওই পদযাত্রায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

এদিকে, দীর্ঘ এই পদযাত্রায় তপ্ত রোদে নেতাকর্মীরা হাপিয়ে উঠলেও রাজপথ ছাড়েননি। ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কড়া ভাষায় শ্লোগাণের পাশাপাশি এক দফা দাবির শ্লোগাণে প্রকম্পিত হয়েছিল রাজপথ।

ব্যনার ফেস্টুনে সজ্জিত হয়ে নেতাকর্মীরা স্বতঃস্ফুর্ত ভাবে অংশ নিয়েছেন ওই পদযাত্রায়। জেলা বিএনপির অধিনস্থ ১০টি ইউনিটের সকল নেতাকর্মীরা ছাড়াও জাতীয় নির্বাহী কমিটির একাধিক নেতা, সাবেক এমপি এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীরা পদযাত্রা সফল করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জান মনির, সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর, নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দীপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক নাসির উদ্দিন, বিএনপি নেতা শরীফ আহমেদ টুটুল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব,

সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হাই রাজু, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউন্সিলর ইকবাল হোসেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, যুবদল নেতা শহীদুর রহমান স্বপন প্রমূখ।

এদিকে, পদযাত্রা সফল করায় নারায়ণগঞ্জে থাকা বিএনপির নির্বাহী কমিটির সদস্যগণ, সাবেক এমপি, জেলা বিএনপির সাবেক নেতৃবৃন্দ, অধিনস্থ ১০টি ইউনিট এবং সহযোগি সংগঠনগুলোর নেতাকর্মীদের প্রতি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

স্পন্সরেড আর্টিকেলঃ