আজ শনিবার, ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ জেলা সমিতির জেলা জুড়ে শ্রেষ্ঠ পুরস্কার বিতরণ

জেলা জুড়ে শ্রেষ্ঠ পুরস্কার বিতরণ

জেলা জুড়ে শ্রেষ্ঠ পুরস্কার বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ জেলা সমিতির উদ্যোগে নারায়ণগঞ্জের বিভিন্ন ক্যাটাগরিতে ২০১৮ সালের শ্রেষ্ঠ পুরুষ্কার বিতরণ করা হয়েছে। ১৬ জুলাই সোমবার শাহবাগ পাবলিক লাইব্রেরিতে শওকত ওসমান মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে পুরষ্কার বিতরণ করা হয়।

দুই শতাধিক মেধাবী ছাত্র-ছাত্রীকে সম্মাননা প্রদান করা হয়। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রী।

নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলামিস্ট পুরস্কার পেয়েছেন রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি  মীর আব্দুল আলীম, সাহিত্যে মুঃ জালাল উদ্দিন নলুয়া, যৌথভাবে পত্রিকায় দৈনিক খবরের পাতা, যুগের চিন্তা ও জেলার প্রথম একমাত্র অনলাইন পত্রিকা নিউজ নারায়ণগঞ্জ ডট.নেট ।

নারায়ণগঞ্জ জেলার ৭টি স্কুলকে শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হয়েছে। প্রথম নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় সিদ্দিরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হাই স্কুল, ৩য় রূপসী নিউ মডেল হাইস্কুল, ৪র্থ কাঞ্চন ভারত চন্দ্র হাইস্কুল, ৫ম জাঙ্গীর হাই স্কুল রূপগঞ্জ, ৬ষ্ঠ এইচ আর মডেল হাইস্কুল, ৭ম নারায়ণগঞ্জ গণবিদ্যা নিকেতন ও উপজেলা পর্যায়ে ৩টি সেরা স্কুলের মধ্যে বন্দর উপজেলার প্রথম বি.এম উচ্চ বিদ্যালয় ,সোনারগাঁ উপজেলার প্রথম চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয় , আড়াইহাজার উপজেলার প্রথম  শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়।

সাংবাদিকতায় প্রথম এনটিভির নাফিজ আশরাফ, দ্বিতীয় প্রথম আলোর মনিরুজ্জামান মনির, জনপ্রতিনিধি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, কাউন্সিলর মোঃ রুহুল আমিন মোল্লা ও শিল্পী হিসেবে তাসমিম জামান স্বর্ণাসহ সকলকে শ্রেষ্ঠ পুরস্কার, সনদপত্র, উত্তরীয় প্রদান করা হয়।

নারায়ণগঞ্জ জেলা সমিতির সভাপতি নারায়গঞ্জ ১ আসনের সংসদ সদস্য শিল্পপতি গোলাম দস্তগীর গাজীর সভাপতিত্বে সমিতির সাধারণ সম্পাদক কে.এম আবু হানিফ হৃদয়ের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেন, সাবেক সেনা প্রধান কে.এম শফিউল্লাহ বীর উত্তম,  জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মীজানুর রহমান, সুপ্রীমকোর্টে সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সাজোয়ার হোসেন, না.গঞ্জ প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, আব্দুল মতিন প্রধান,  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড.জেবুউন নেছা, কাঞ্চন সলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম, হাবের পরিচালক প্রকৌশলী গোলাম মোহাম্মদ, এডভোকেট সিদ্দিকুর রহমান, এডভোকেট আনোয়ার হোসেন, সৈয়দ শরীফ উদ্দিন কাদেরী, কাদিবুল কাদির তমাল, হাজী মোঃ শহীদুল্লাহ, ডা. ওয়াজেদুর রহমান, ডাঃ গোলাম মোস্তফা, কবির সোহেল, সাজেদুল ইসলাম জাহাঙ্গীর, এম.এ কাইয়ুম, মুর্শিদ মোশারফ হোসেনসহ শতাধিক সচিব, অধ্যাপক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা নারায়ণগঞ্জ জেলা সমিতির একতা, শান্তি ও উন্নয়নের পক্ষে বিভিন্ন মতামত দেন।

স্পন্সরেড আর্টিকেলঃ