আজ শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৩০ ডিসেম্বর জেএসসি পরীক্ষার ফল প্রকাশ

জেএসসির ফলাফল

টি.আই. আরিফ নিজস্ব প্রতিবেদক:আগামীকাল ৩০শে ডিসেম্বর  চলতি শিক্ষা বর্ষের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমানের পরীক্ষা ২০১৭ এর  ফল   প্রকাশিত  হবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ বছরের ফল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তন্তর করবেন।শনিবার  দুপুর ২টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে  নুরুল ইসলাম নাহিদ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করবেন।

ফলাফল সংক্রান্ত ওয়েব সাইড ও সকল মোবাইল ফোনে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে।এ বছর জেএসসি পরীক্ষা কোন প্রকার সমস্যা ছাড়াই সুস্থ পরিবেশে সমাপ্ত হয়।

উল্লেখ্য যে গত নভেম্বরে এ  বছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২৮ হাজার ৬শ’ ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৪ লাখ ৬৮ হাজার ৮শ’ ২০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এরমধ্যে ১১ লাখ ৪৪ হাজার ৭শ’ ৭৮ জন ছাত্র এবং ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন ছাত্রী রয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ