আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জীবনের ইতি টানল সূচনা

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জে গলায় ফাঁস দিয়ে সূচনা চন্দ্র দাস (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৬অক্টোবর) আনুমানিক দুপুর ৩ টার দিকে উপজেলার গোলাকান্দাইল উত্তর জেলে পাড়া এলাকায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। মৃত সূচনা চন্দ্র দাস উপজেলার গোলাকান্দাইল উত্তর জেলে পাড়া এলাকার কালিদাসের মেয়ে এবং একই এলাকার নিতাই চন্দ্র দাসের স্ত্রী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ সূচনা চন্দ্র দাস আত্মহত্যা করেছে। গলায় ফাঁস দেয়া অবস্থা দেখে সূচনার স্বামী নিতাই চন্দ্র দাস ও আশ-পাশের লোকজন তাড়াতাড়ি করে ঢাকা কলেজ মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা কলেজ মেডিক্যাল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল আলম জানান, ঘটনাটি আমি শুনেছি। কেউ অভিযোগ করলে শীঘ্রই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ