আজ শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হলো পাখিমেলা ২০১৯

নিজস্ব প্রতিবেদক: ঢাকার সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পাখিমেলা ২০১৯। ২০০১ সাল থেকে প্রতিবছর এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। শুক্রবার (১১ জানুয়ারি) ক্যাম্পাসের জহির রায়হান মিলনায়তনের সামনে মেলার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে শুক্রবার সকাল ১০ ঘটিকায় জহির রায়হান মিলনায়তনে স্বাগত বক্তব্য দিয়ে মেলা শুরু হয়। প্রাণীবিদ্যা বিভাগের সাথে যৌথ আয়োজক হিসেবে ছিলো আরণ্যক ফাউন্ডেশন, আই ইউ সি এন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, বাংলাদেশ বার্ডস ক্লাব।

পাখিমেলা ২০১৯ এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ ফারজানা ইসলাম। বেলুন উড়িয়ে পাখিমেলা ২০১৯ এর উদ্বোধন করেন মাননীয় উপাচার্য। তিনি তার বক্তব্যে বলেন, সারা বিশ্বব্যাপী জীববৈচিত্র সংরক্ষণে লাখ লাখ ডলার ব্যয়ে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিজ উদ্যোগে পরিযায়ী পাখিদের নিরাপদ আবাসস্থল গড়ে তুলেছে। এসময় তিনি এই অভয়ারণ্য গড়ে তোলায় মূখ্য নিয়ামক হিসেবে প্রতিবছর পাখিমেলা আয়োজনে সম্পৃক্ত থাকায় যৌথ আয়োজকদেরকেও ধন্যবাদ জানান।

এসময় আরও বক্তব্য রাখেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের মুকিত মজুমদার বাবু, আইইউসিএন এর রাকিবুল আমিন, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এর মিহির দে, বাংলাদেশ বার্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক, জাবি প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর গোলাম মোস্তফা, প্রাণীবিদ্যা বিভাগের প্রোফেসর ডঃ সাজেদা বেগম প্রমুখ।

এর আগে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জহির রায়হান মিলনায়তনে। এরপর পাখি দেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উল্লেখ্য, পাখিদের নিরাপদ আবাসভূমি নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন নিয়ে শ্রেষ্ঠ প্রতিবেদক নির্বাচন করা হয়।

সারা দেশ থেকে বিভিন্ন দর্শণার্থী প্রতিবছরের ন্যায় এবারও পাখি দেখতে এসেছে। নানা বর্ণ পেশার দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়েছিলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

স্পন্সরেড আর্টিকেলঃ