আজ শুক্রবার, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জালকুড়ি পাসপোর্ট অফিসে ৭ দালাল গ্রেফতার

সংবাদচর্চা অনলাইনঃ

নারায়ণগঞ্জের জালকুড়িতে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১২টায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, আল আমিন, জিসান, মাসুদুর রহমান , আফজাল ইসলাম ওরফে পারভেজ, আনিসুজ্জামান রাশেদ, রিয়াদ হোসেন, মেহেদী হাসান।

বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি পুলিশের কর্মকর্তারা। এসময় এএসপি জাহেদ পারভেজ বলেন, পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্র নির্মূল করার লক্ষ্যে আমরা অভিযান পরিচালনা করেছি। এসময় অফিসের আশপাশ থেকেই ৭ দালাল সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এরা বিভিন্ন ডাক্তার ও উর্ধতন কর্মকর্তাদের সিল জাল করে তা ব্যবহার করে আসছিলো।

তিনি আরও বলেন, ডিবির এসআই খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৫টি পাসপোর্ট, ২টি ল্যাপটপ, ২টি ডেস্কটপ, ১টি প্রিন্টার, ২টি ভুয়া সিল ও নগদ ৭৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সিল দুটি দুজন সরকারি ডাক্তারের নাম লেখা থাকলেও আমরা জেলা সিভিল সার্জনের মাধ্যমে নিশ্চিত হয়েছি এই নামে কোন ডাক্তার নারায়ণগঞ্জে কর্মরত নেই।  

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।