আজ শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জালকুড়িতে ৪ প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সদর উপজেলার জালকুড়িতে ২টি হোটেল ও ২টি দোকানে অভিযান চালিয়ে ৫৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন খান বলেন, অভিযানে ২টি দোকানে মেয়াদ উত্তির্ন পণ্য বিক্রি ও সংরক্ষণ করার দায়ে এবং ২টি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে মোট ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানে ৪টি প্রতিষ্ঠানের মালিকদের সতর্ক করে দেয়া হয়েছে। জরিমানার পরেও অবস্থার পরিবর্তন না হলে ২মাস পর পুনরায় অভিযান পরিচালনা করবে ভ্রাম্যমাণ আদালত। ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও পরিচালনা করা হবে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক, সাইদুজ্জামান হিমু, তানিয়া তাবাসসুম সহ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা।

এসএএইচ/এসএএইচ

স্পন্সরেড আর্টিকেলঃ