আজ শুক্রবার, ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

জামা কপড়ের রক্তের দাগ তুলতে

অনেক সময় পছন্দের জামা কাপড়ে লেগে যায় রক্তের দাগ। মন খারাপ হয়। অথচ একটু দ্রুত ব্যবস্থা নিলেই দাগ তুলে ফেলা যায়। আর সেটা করা যায় হাতের কাছের জিনিস দিয়েই।

ভিনেগার ব্যবহার করে
২৪ ঘণ্টা পার হয়ে গেলে রক্তের দাগ কাপড়ে বসে যায়। তখন সেটা তোলা কঠিন হয়ে পড়ে। তাই রক্ত লাগার পর দ্রুত সেখানে সাদা সিরকা ঢেলে ভিজিয়ে নিন। তারপর ৫ থেকে ১০ মিনিট অপেক্ষার পর শুকিয়ে এলে অন্য একটি কাপড় বা তোয়ালে দিয়ে মুছে ফেলুন। একবারে পুরো দাগ না উঠলে কয়েকবার একইভাবে ভিনেগার দিয়ে মুছে নিন। তারপর কাপড়টি পরিষ্কার করে নিন।

কোকাকোলা দিয়ে
বাড়ির মধ্যে নাহয় ভিনেগার পাবেন। কিন্তু যদি বাইরে বেড়ানোর সময় দাগ লাগে? তাহলেও চিন্তা নেই। আশপাশের দোকান থেকে দ্রুত একটি কোকাকোলা কিনে নিন। এবার কাপড়ে কোকাকোলা ঢেলে ভিজিয়ে রাখুন। দাগ নিজেই বিদায় নেবে। সারা রাত ভিজিয়ে রাখলে কাপড়ে রক্তের দাগের কোনো চিহ্নই খুঁজে পাবেন না!

 

স্পন্সরেড আর্টিকেলঃ