আজ শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জাকির চেয়ারম্যানের প্রশংসা করলেন সেলিম ওসমান

নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, ২০১৪ সালে আমার এমপি নির্বচানের সময় আমি সবাইকে একটা নির্দিষ্ট পরমিানে টাকা দিয়েছিলাম। পোস্টার ব্যানারের জন্য এটা দিতে হয়। নির্বাচনের ৫ দিন পরে আলীরটেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন আমার কাছে একটা প্যাকেট নিয়ে আসেন । আমি মনে করেছিলাম আমার জন্য মিস্টি নিয়ে আসছে। প্যাকেট খুলে দেখতে পেলাম আমি যেই টাকা এবং যে নোট দিয়েছি তিনি তা আমাকে ফিরিয়ে দিতে নিয়া আসছে। তার মত এমন লোক খুব কম আছে।

রোববার বিকেল নারায়ণগঞ্জ চেম্বার অব কমাসের্র উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সেলিম ওসমান বলেন, জাকির ভাই আজ পর্যন্ত আমার কাছে কিছু চায় নাই। শুধু আলীরটেক বাসীর জন্য একটা হাসপাতাল চেয়েছিলেন। আমি মতিকে অনুরোধ করবো তার সাথে মিলে ওই খানে একটি সুন্দর হাসপাতাল করার জন্য। কোন রকম ঝগরা করবেন না। আমি আপনাদের মাঝে কোন ধরনের রেষারেশি দেখতে চাই না। কে নির্বাচন করবেন না করবেন তা নির্বাচন আসলে দেখা যাবে। নির্বাচন আসলে আপনার নাও পেতে পারেন। অন্যজন নির্বাচন করতে পারে। এত আশা কইরেন না। আলীরটেকের গর্ভতী মায়েদের চিকিৎসার জন্য আপনারা হাসপাতাল টা করবেন। ওই এলাকার মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হউক তা আমি চাই না। পরে সেলিম ওসমানের নিকট খানপুর ৩শ’ শয্যা হাসপাতালের উন্নয়নের জন্য ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন আলীরটেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন।

স্পন্সরেড আর্টিকেলঃ