আজ শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জরিমানা দিলো গ্রামীণফোন

বেসরকারী মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন ১ হাজার কোটি জরিমানা দিয়েছে। রবিবার  দুপুরে রাজধানীর রমনায় বিটিআরসি কার্যালয়ে ১ হাজার কোটি টাকার পে-অর্ডার নিয়ে যান গ্রামীণফোনের ডাইরেক্টর ও হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স হোসেন সাদাত। বিটিআরসির পক্ষে এই টাকা গ্রহণ করেন সংস্থাটির চেয়ারম্যান মো. জহুরুল হক। এ সময় বিটিআরসির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জহুরুল হক বলেন, আদালতের আদেশ মেনে নেব, তাই নিয়েছি। সরকার তার প্রাপ্য পেল, দেরিতে হলেও তারা টাকা পরিশোধ করেছে। এটা জনগণের টাকা। রেগুলেটর হিসেবে সব প্রাপ্য দেয়া হবে তাদের। আদালতের নির্দেশনা মতোই সুবিধা বন্ধ করা হয়, নির্দেশনা মতোই সব সুবিধা দেয়া হবে।

উল্লেখ্য, গ্রামীণফোনের কাছে বিটিআরসি’র নিরীক্ষা বাবদ পাওনা ১২ হাজার ৫৮০ কোটি টাকা। গত বৃহস্পতিবার আপিল বিভাগ গ্রামীণফোনকে সোমবারের মধ্যে এক হাজার কোটি টাকা দেয়ার নির্দেশ দেন। এর আগে, তিন মাসের মধ্যে দুই হাজার কোটি টাকা দেয়ার নির্দেশনা ছিল। তিন মাস পেরিয়ে গেলেও টাকা না দিয়ে রিভিউ আবেদন করে গ্রামীণফোন। রিভিউ আবেদনের শুনানিতে নতুন আদেশ দেন আদালত।

স্পন্সরেড আর্টিকেলঃ