আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাগরিক সমাবেশ সভা অনুষ্ঠিত

জনসচেতনতা

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাগরিক সমাবেশ সভা অনুষ্ঠিতজনসচেতনতা

তুহিন মোল্লা রূপগঞ্জ প্রতিনিধি: রূপগঞ্জ উপজেলা তারাব পৌর এলাকার হাজী লতিফের মাঠে বরাব আবাসিক  নাগরিক কমিটির উদ্যোগে সন্ত্রাস,মাদক,চাঁদাবাজি,ডাকাতি, ইভটিজিংসহ সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী।

এ সময় হাছিনা গাজী বলে,আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির ফলে নতুন নতুন সামাজিক সমস্যা সৃষ্টি হচ্ছে ।গ্রামে কর্মসংস্থান না থাকায় বেশির ভাগ লোক কর্মের সন্ধানে শহরে আসে, শহরে এসে কাজ না পেলে হতাশায় বিভিন্ন অপরাধমূলক কাজে লিপ্ত হয়।বেকার সমস্যা আমাদের দেশে বড় সমস্যা আমি সমাজের বিত্তবানদের আহবান জানাব আপনারা এ সমস্যা সমাধানে এগিয়ে আসবেন।আমরা পরিকল্পিত নগরায়ন করব যাতে নিরাপদে আরামে বসবাস করতে পারি।সবাইকে রাষ্টের আইন মানতে হবে।অপরাধীদের কাছে মাথা নয় ,যেখানেই চাদাবাজি,মাদক ব্যবসা,সন্ত্রাসী কার্যকলাপ দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন সবাই।

তিনি আরো বলেন,শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা শুধু পুলিশের পক্ষে সম্ভব নয় সমাজের সচেন নাগরিকদের এগিয়ে আসতে হবে।দেশ বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নাগরিক সমাজের ভূমিকা ব্যাপক।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

হাজী জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ও ইউসুফ চৌধুরী মোস্তফা পাশার অনুষ্ঠন সঞ্চলনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, হাজী মো: এখলাছ  উদ্দিন ভূইয়া স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি  লায়ন মো: মোজাম্মেল হক ভূইয়া,রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম।

এ সময় বক্তারা নিরাপদ পরিবেশ গড়ার উপর বিশেষ জোরদেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তারাব পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাঈল হোসেন,কাউন্সিলর আতিকুর  রহমান,আনোয়ার হোসেন,হাজী মোলজার  হোসেন,হাজী জমির আলী,প্রফেসর ইয়াছিন ঢালী,এনামুল হক,খলিলুর রহমান।