আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

জনগণের অধিকার নিশ্চিত করাই আমাদের মৌলিক দায়িত্ব : বন্দর ইউএনও

জনগণের অধিকার

জনগণের অধিকার

নিজস্ব প্রতিবেদক:

২৩ জুন  শনিবার সকালে বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তজার্তিক পাবলিক সার্ভিস দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল সকাল সাড়ে ১০টায় আনন্দ র‌্যালি ও ১১টায় আলোচনা সভা।

বিআরডিবি মিললনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সহকারি কমিশণার(ভূমি) শাহিনা শবনম,উপজেলা স্বাস্থ্য পরিবাার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবদুল কাদির,মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম নুরুল আমিন,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফারুক আহমেদ,সমাজ সেবা কর্মকর্তা মোঃ মোক্তার হোসেন,আনসার ভিডিপি কর্মকর্তা দীন মোহাম্মদ মিয়া,মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার,ভিএস কর্মকর্তা ডাঃ মোঃ ইমরান হোসেন বন্দর থানার উপ-পরিদর্শক মোঃ হামিদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় পিন্টু বেপারী বলেন,আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস মানেই জনগণের সেবার অধিকার নিশ্চায়নের দিন। আমরা সরকারের যে যে সেক্টরেই থাকিনা কেনো জনগণের সেবার জায়গাটি ঠিক রাখতে হবে। কেননা আমরা জনগণের ট্যাক্সের টাকায় বেতন-ভাতা পেয়ে থাকি সুতরাং সবার আগে জনগণের অধিকার নিশ্চিত করাই আমাদের মৌলিক দায়িত্ব। সরকারের প্রতিটি দপ্তরই পাবলিক সার্ভিসের জন্য সৃষ্টি। কাজেই আমাদেরকে জনগণের কাছে থেকেই তাদের সেবা করতে হবে।

স্পন্সরেড আর্টিকেলঃ