নিজস্ব প্রতিবেদক, না’গঞ্জ:
নারায়ণগঞ্জের আদমজীতে র্যাব -১১ এর একটি টিম জেএমবির এক নারী সহ তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। রবিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মাদানী নগর ও ঢাকা ডেমরার পশ্চিম হাজীনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে সোমবার (১ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করে র্যাব-১১ টিম।
গ্রেফতারকৃতরা হলো বরিশালের কাউনিয়া এলাকার মো: রেজাউল করিম (২৮), বরিশালের বাকেরগঞ্জের মো: জহিরুল ইসলাম পলাশ ও চাঁদপুর ফরিদগঞ্জের শাহনাজ আক্তার সাদিকা (২৫)। তাদের মধ্যে রেজাউল করিম ও পলাশকে মাদানীনগর এবং সাদিকাকে ডেমরা থেকে গ্রেফতার করা হয়েছে। আদমজীতে অবস্থিত র্যাব-১১ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে অধিনায়ক কমান্ডার রাসেল আহম্মেদ কবির এসব তথ্য দেন।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহনাজ আক্তার সাদিকা স্বীকার করেছে, ২০১৬ সালে জেএমবির নারী শাখায় যোগদান করে। জেএমবি ও অন্যান্য উগ্রবাদী সংগঠনের গ্রেফতারকৃত সদস্যদের মহিলা আত্মীয় স্বজনদের টার্গেট করে জেএমবিতে অর্ন্তভুক্ত করছে। এছাড়াও সে ফেইসবুকে গ্রুপের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে জেএমবির অর্থ সংগ্রহ করে সাংগঠনিক কাজ করতো। মো: রেজাউল করিম স্বীকার করেছে, সে ২০১৫ সালে জেএমবিতে যোগদান করে। সে জেএমবির সামরিক শাখার সদস্য। এছাড়া মো: জহিরুল ইসলাম পলাশ ২০১৬ সালে জেএমবিতে যোগদান করে। সে জেএমবির দাওয়াতী শাখার সদস্য।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি গুলিসহ একটি বিদেশী পিস্তল, একটি চাকু, বিপুল পরিমান জঙ্গীবাদী বই এবং লিফলেট উদ্ধার করা হয়।