আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জঙ্গি আস্তানার আলামত পাওয়া গেছে

সংবাদচর্চা ডেস্ক:
সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং এ ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, অভিযানে জড়িত ৩ সদস্যকে রাতেই আটক করা হয়েছে। বাড়ির ভেতরে বর্তমানে বিষ্ফোরক দ্রব্যের সরঞ্জামাদি রয়েছে। সে সব নিষ্ক্রিয় করার জন্যেই আমাদের অভিযান শুরু হবে কিছুক্ষ নের মধ্যেই। বাড়ির ভিতরে কোন লোক নেই।

এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ঢাকায় সাম্প্রতিক সময়ে বোমা বিষ্ফোরনের ঘটনার সাথে এখানকার আলামতের মিল রয়েছে। ধারনা করছি সে সকল ঘটনার সাথে এদের মিল রয়েছে।

ফতুল্লার তক্কারমাঠ এলাকায় অভিযান পরিচালনা করে যে দুই ভাইকে আটক করা হয়েছে তারা জেএমবির সদস্য বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, তারা কয়েকজনের নাম বলেছে তাদেরকে গ্রেফতারের জন্য আমার চেষ্টা অব্যাহত রয়েছে৷’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা অনেকগুলো ঘটনাতেই দেখিছি, ঢাকার পাশেই নারায়ণগঞ্জ৷ এটা ঢাকার খুব ক্লোজ জায়গা৷ আশেপাশে যেখানে স্বল্প আয়ের লোক বাস করে এবং জনসংখ্যার ঘনত্ব একটু বেশি যেখানে লোকজন অন্যের খবর তেমন একটা নেয় না সেসব স্থানগুলোই জঙ্গি সদস্যরা বেছে নেয়৷’

তিনি  বলেন, ‘এই মুহুর্তে বিস্তারিত কিছু বলতে পারছি না৷ অভিযান শেষে আলামত উদ্ধারের পর বিস্তারিত বলা যাবে৷’

জানা গেছে  আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফরিদ উদ্দিন রুমি (২৭), তার ভাই জামাল উদ্দিন রফিক(২৩), ও রুমীর স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু (২৩) করা হয়েছে । আটক দুই ভাইয়ের পিতা জয়নাল আবেদীন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম। তাদের স্থায়ী নিবাস রাজবাড়ীর পাংশায়।

সুত্রে জানা যায়, রুমী আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল বিভাগে শিক্ষকতা করতেন। অপরদিকে তার ভাই রফিক কুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে বাসাতেই থাকতেন।  রুমীর স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ থেকে ইংরেজী বিভাগে মাস্টার্স পাস করেন। তার বাবা অগ্রনী ব্যাংকের কর্মরত রয়েছেন।

সর্বশেষ সংবাদ