নবকুমার:
ফতুল্লা তক্কার মাঠ এলাকায় জঙ্গি অভিযানের মধ্যে প্রথম বারের মত দাদা হয়েছে নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান। ২৩ সেপ্টেম্বর জন্মেছে অয়ন ওসমানের পুত্র সন্তান। নাতি কোলে বসে আছেন শামীম ওসমান সেই ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে। ২৩ সেপ্টেম্বর অয়ন ওসমানের ছেলের যখন জন্ম হয় তখন ফতুল্লায় চলে জঙ্গি অভিযান। সম্প্রতি চাষাঢ়া এক জনসভায় শামীম ওসমান বলেছেন, আমার বড় ভাইয়ের ছেলের যখন জন্ম হয় আমার ভাই তখন ছিলো কাদেরিয়া বাহিনীতে। আমার ছেলে যখন জন্ম হয় আমি তখন জেল খানায়। এখন আমার ছেলের সন্তান হবে এখন যে কি হবে তা নিয়ে আমার স্ত্রী খুব চিন্তা করে। সোমবার জন্মেছে অয়ন ওসমানের ছেলে ।
বাপ চাচার মত কিচ্ছু হয় নি অয়ন ওসমানের । হয়েছে শামীম ওসমানের নির্বাচনী এলাকায় জঙ্গি অভিযান। আটক করা হয়েছে ৩ জঙ্গি উদ্ধার করা হয়েছে বোমা। দূর হয়েছে শামীম ওসমানের উৎকন্ঠা।