আজ সোমবার, ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ছাত্রশিবিরের মূল্যবোধের পরিবর্তন!

নবকুমার নিজস্ব প্রতিবেদকঃ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জামায়াত ইসলাম সহ বেশ কিছু রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধীতা করেন।জামায়াত শান্তি প্রতিষ্ঠার নামে এ দেশের মুক্তিকামী নারী, পুরুষ কে ধরে নিয়ে হানাদার বাহিনীদের হাতে দিয়ে তাদের ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে এ দেশে অশান্তি প্রতিষ্ঠা করেছিলো।

জামায়াতে ইসলামের ছাত্র সংগঠনের নাম ছাত্রশিবির।জামায়াতের নেতারা যখন এদেশের বিজয় ,বাঙালির ইতিহাস ,ঐতিহ্য, স্বাধীনতার সংগ্রাম,সংবিধান ,স্বাধীনতার ঘোষককে বা মুক্তিযুদ্ধের চেতনাকে একটা সময় মেনে নিতে পারেন নাই ।

বর্তমানে দেখা যাচ্ছে যে জামায়াত, ছাত্রশিবির বাংলাদেশের স্বাধীনতা দিবস,বিজয় দিবস সহ সকল জাতীয় দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান।

শিবির তাদের উত্তরসূরিদের পথ অবলম্বন না করে তাদের মূল্যবোধের পরিবর্তন করছে।তারা লাল সবুজের পতাকা কে বুকে ধারণ করতে শিখছে।এখন দেখার বিষয় জামায়াত শিবির মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করেন কি না?

এ বিষয়ে একজন শহীদ পরিবারের সদস্য বলেন,জামায়াত শিবির যুদ্ধের সময় এ দেশের মুক্তিকামী মানুষকে হত্যা করেছে ,তারা নিজেরাই হত্যা করে কোন হিসেবে এখন শহীদদের শ্রদ্ধাঞ্জলী করেন।তারা এখনো বঙ্গবন্ধুকে মেনে নিতে পারেন নাই।মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাজানোর আগে বাঙালির ইতিহাস, সংস্কৃতি,বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণকে মেনে নিতে হবে।

ছাত্রশিবিরের এক কেন্দ্রীয় নেতা বলেন,আমাদের আগের নেতারা যা করছে নতুনপ্রজন্ম সেটা থেকে অনেকটা পরিবর্তন হচ্ছে ,আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিখতে সময় দিতে হবে।আমরাও ত এদেশে জন্মগ্রহণ করছি ,কাউকে বাদ দিয়ে কি এদেশের উন্নয়ন কি সম্ভব ?

উল্লেখ্য যে ৪৬ তম মহান বিজয় দিবসে ময়মনসিংহ মহানগর ছাত্রশিবির সহ দেশের বিভিন্ন স্থানে তারা বিজয় রালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

স্পন্সরেড আর্টিকেলঃ