আজ শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

চ্যালেঞ্জিং চরিত্রে জাহ্নবী কাপুর

ভারতীয় সেনাবাহিনীর প্রথম নারী পাইলটদের অন্যতম গুঞ্জন সাক্সেনা । তিনি শৌর্য বীর সম্মানে ভূষিত। তার  ,  বায়োপিক ‘গুঞ্জন সাক্সেনা দ্য কারগিল গার্ল’-এর ফার্স্ট লুক প্রকাশ হয়েছে ।

বৃহস্পতিবার ২৯ অগাস্ট ছবির পোস্টার সোশাল মিডিয়ায় প্রথম শেয়ার করলেন করণ জোহর। গুঞ্জন সাক্সেনার চরিত্রে অভিনয় করছেন জাহ্নবী কাপুর। এটা তার জন্য বড় চ্যালেঞ্জ।

একটা সময় ছিলো ভারতীয় সেনাবাহিনীতে কোনও নারী পাইলট ছিলেন না, নারী অফিসারও না। এমনটা মনে করা হতো যে মেয়েরা এই কাজের পক্ষে উপযুক্ত নন।

তবে সেনাবাহিনীর বাইরে অভ্যন্তরীণ ব্যক্তিগত প্লেনে অনেক আগে থেকেই নারীরা লাইসেন্স পেয়েছেন। সরলা ঠাকরালই হলেন প্রথম ভারতীয় নারী যিনি প্লেনের লাইসেন্স পেয়েছিলেন ১৯৩৬ সালে।

ইন্ডিয়ান এয়ারলাইন্স-এর প্রথম নারী পাইলট একজন বাঙালি– দূর্বা বন্দ্যোপাধ্যায়, যিনি ১৯৫৬ সালে লাইসেন্সপ্রাপ্ত পাইলট হিসেবে বাণিজ্যিক প্লেনে কাজ শুরু করেন। কিন্তু বিমান বাহিনীর বিমান ওড়ানোর কাজ থেকে মেয়েদের বাদই রাখা হতো। সেই কাহিনী নিয়ে আগামী বছর ১৩ মার্চ মুক্তি পেতে চলেছে এই ছবি।

স্পন্সরেড আর্টিকেলঃ