আজ শুক্রবার, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চেষ্টা চালাচ্ছে


সংবাদচর্চা রিপোর্ট:
গত ৩০ ডিসেম্বর এড. তৈমূর আলম খন্দকারকে আহবায়ক ও অধ্যাপক মামুন মাহমুদকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কমিটির অন্য সদস্যরা হলে, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রবি, নাছির উদ্দিন ( তারাব), আব্দুল হাই রাজু, লুৎফর রহমান আবদু, এড .মাহফুজুর রহমান হুমায়ুন, জাহিন হাসান রোজেল, নজরুল ইসলাম পান্না মোল্লা, সদস্যরা হলেন, খন্দকার আবু জাফর, নজরুল ইসলাম টিটু, এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, শরীফ আহমেদ ( টুটুল চেয়ারম্যান) , মাহমুদুর রহমান সুমন, মোশারফ হোসেন, বশির উদ্দিন বাচ্চু , হাজী সেলিম, মোশারফ হোসেন ( সোনারগাঁ,পৌরসভা) , আশরাফুল হক রিপন, ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, রিয়াদ মোঃ চৌধুরী, হাবিবুর রহমান হাবু, মো: দুলাল হোসেন, মো: কাশেম ফকির, ইউসুফ আলী ভুঁইয়া, আব্দুল আজিজ মাস্টার, এম এ হালিম জুয়েল, গুলজার হোসেন ( চেয়ারম্যান) , শাহ আলম হিরা, নুরুন্নাহার বেগম, একরামুল কবির মামুন, শাহ আলম মুকুল, মোস্তাকুর রহমান, রিয়াজুল ইসলাম, রহিমা শরীফ মায়া, রুহুল আমিন, কামরুজ্জামান মামুন, হামিদুল্লাহ খাঁন, মো: বাকির হোসেন, আল মুজাহিদ মল্লিক, জুয়েল আহমেদ । জেলা বিএনপির আহবায়ক কমিটিকে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেয় দলটির কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি। জানা গেছে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি করার আগে উপজেলা ও পৌর আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে জেলা আহবায়ক কমিটি। গত ৩ মার্চ বিকেলে ঢাকার সেগুনবাগিচায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট তৈমুর আলম খন্দকারের ব্যক্তিগত অফিসে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সেখানে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যদের নিয়ে ১০ টি উপ কমিটি গঠন করা হয়। প্রত্যেক সাংগঠনিক টিমে একজন যুগ্ম-আহবায়ককে টিম লিডার করে ৪/৫ জন সদস্য কে জুড়ে দেয়া হয়েছে সহযোগী হিসেবে। উপ-কমিটির সদস্যবৃন্দ পৌর ও থানা বিএনপির আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। গত বুধবার ( ১০ মার্চ) বিকালে রূপগঞ্জের সিসিল পার্কে রূপগঞ্জ থানা বিএনপির আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে রূপগঞ্জ থানা বিএনপির উপ-কমিটির নেতাদের সাথে স্থানীয় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ১২ মার্চ বিকালে তারাব পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে আহবায়ক কমিটি গঠনে দায়িত্ব প্রাপ্ত নেতাদের সাথে তারাব পৌর বিএনপির নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ১৩ মার্চ ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপি কর্তৃক দায়িত্ব প্রাপ্ত উপ-কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত সোমবার ১৫ মার্চ আড়াইহাজারের গোপালদী পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপি কর্তৃক দায়িত্ব প্রাপ্ত উপ-কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । খুব শীঘ্রই এসব আহবায়ক কমিটি ঘোষণা করা হলে বলে বিএনপি সুত্রে জানা
গেছে। জেলা আহবায়ক কমিটি তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা চেষ্টা করছে তাদের নির্ধারিত সময়ের মধ্যে কমিটি দেয়ার।