সংবাদচর্চা রিপোর্ট:
একাদশ জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ বিএনপির অনেক নেতাকর্মী মাঠে সরব থাকলেও, দলের ভরাডুবির পর মাঠ ছেড়েছেন অনেকে। বিএনপির অনেক শীর্ষ নেতা এখনো আত্মগোপনে রয়েছেন। অনেকে আবার বিএনপির রাজনীতি ছেড়ে দিচ্ছেন। দলের ক্রান্তিলগ্নে নেতারা রাজপথে না থাকায় কর্মীরা দিক নির্দেশনার অভাবে ছন্নছাড়া হয়ে পড়েছেন। আর দল চেইন অব কমান্ডহীন হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন তৃনমূল কর্মীরা।
হামলা-মামলা সহ ক্ষমতাসীনদের দাপটে নারায়ণগঞ্জে বিএনপির অবস্থা অনেক নড়বড়ে। বিএনপি এক যুগ ধরে ক্ষমতার বাইরে থাকায় নারায়ণগঞ্জে বিএনপির নেতারা হতাশাগ্রস্থ হলেও ত্যাগী নেতাকর্মীরা এখনো বিএনপির সুদিনের আশায় পথ চেয়ে আছেন। তারা বলছেন, সঠিক দিক নির্দেশনা ও সাহসী নেতাদের দায়িত্ব দিলে নারায়ণগঞ্জে বিএনপির অবস্থান শক্ত হওয়া সম্ভব।
জানা যায়, বর্তমানে বিভিন্ন ইফতার মাহফিল নিয়ে চলছে বিভিন্ন রাজনৈতিক দ্বন্দ্ব। আর এই দ্বন্দ্বে এক কমিটির বিভিন্ন পদদারি নেতারা নিজের বলয় শক্ত করতে আলাদা ভাবে করছেন বিভিন্ন অনুষ্ঠান। তবে আলাদা নয়, ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সকল কাজেই সাফল্য পাওয়া যায় বলেই মনে করতেন সফল ব্যক্তিরা। কিন্তু কোন্দলের জেড় ধরেই এখনো ঐক্যবদ্ধ হতে পারেননি বিএনপি। আর চেইন অব কমান্ডের কারনে নিজেদের অবস্থান দিন দিন আরও দূর্বল হয়ে পড়ছে বলে অভিযোগ রাজনৈতিক বোদ্দাদের।
সূত্র বলছেন, প্রায় এক যুগের বেশি সময় ধরে বিএনপি ক্ষমতার বাহিরে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সাড়া দেশের ন্যায় নারায়ণগঞ্জেও বিএনপির চরম ভরাডুবি হয়েছে। একাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ বিএনপির নেতারা আশার আলো দেখলেও সে আলো আর জ্বলে উঠেনি। বরং স্থানীয় বিএনপির অনেক নেতা গতি পাল্টে মহাজোটের প্রার্থীদের পক্ষে কাজ করেছেন।
নির্বাচনের আগে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ বিএনপির কিছু নেতা কেন্দ্রীয় কর্মসূচী পালনে মাঠে ছিলেন সরব। কিন্তু নির্বাচনে নিজেদের অভ্যান্তরিন স্বার্থ হাসিল না হওয়ায় অনেক নেতাদের সার্চ লাইট দিয়েও খোজেঁ পাওয়া যায় না বলেই অভিযোগ।
অনেক ত্যাগী কর্মীরা বলছেন, নেতার কাজ নেতৃত্ব দেওয়া। কিন্তু নেতারা থাকে আত্ম গোপনে। গাছের শিখড়ে পৌছাতে হলে অবশ্যই শিকড়ের প্রয়োজন। নেতাদের অবশ্যই কর্মী প্রয়োজন। আর নিজের অবস্থান জাহের করতে কমান্ড না করলে কর্মীদের মনবল ভেঙ্গে যাবার সম্ভাবনা রয়েছে। কিন্তু বর্তমান নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতি হয়েছে স্বজনপ্রীতি।