আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ইসির সীমানা নির্ধারণের চূড়ান্ত সিন্ধান্ত আজ,কি হবে ৬০ আসনের ?

চূড়ান্ত সিন্ধান্ত আজ

চূড়ান্ত সিন্ধান্ত আজ

সংবাদচর্চা রিপোর্ট:

ইসির প্রস্তাবিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা পুনঃনির্ধারণসংক্রান্ত দাবি-আপত্তির বিষয়ে শুনানি শেষ করেছে নির্বাচন কমিশন।গত ২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত শুনানি চলে।আজ সোমবার সেই দাবি-আপত্তি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আনুষ্ঠানিক বৈঠকে বসবে ইসি।আজকের কমিশন সভায় চূড়ান্ত গেজেট প্রকাশের পরিকল্পনা রয়েছে।

যে ৬০ আসনের বিষয়ে সিদ্ধান্ত আজ তা হলো—বহুল আলোচিত পাবনা-১-২,নারায়ণগঞ্জ-২-৪,সিরাজগঞ্জ-১-২,  নীলফামারী-৩, রংপুর-১-৩, কুড়িগ্রাম-৪, চাঁপাইনবাবগঞ্জ-১,   বরগুনা-১, পিরোজপুর-১-২-৩, যশোর-৪, মাগুরা-১-২, নড়াইল-১-২, খুলনা-৪, সাতক্ষীরা-৩-৪, সিলেট-২-৩, মৌলভীবাজার-২-৪, জামালপুর-৪, ব্রাহ্মণবাড়িয়া-১-৩-৫-৬, কুমিল্লা-১-২-৬-৯-১০, নোয়াখালী-১-৪-৫, লক্ষ্মীপুর-২, চট্টগ্রাম-৭-১৪, মানিকগঞ্জ-২, ঢাকা-১-২-৩-৭-১৪-১৮-১৯, (ঢাকা-২ আসনের সঙ্গে-৩ ও ৩ আসনের সঙ্গে-১৯ নিয়ে আবেদন ছিল) নরসিংদী-১, গাজীপুর-২-৩-৫,  ফরিদপুর-২-৪ ও শরীয়তপুর-২-৩ আসনের বিষয়ে দাবি-আপত্তি এসেছিল।

৬০টি আসনের সীমানা পরিবর্তনের সিদ্ধান্তের আপত্তি চেয়ে ৪০৭টি আবেদন পড়ে; বাকি ২২৪টি আবেদন ইসির প্রস্তাবিত সীমানার পক্ষে সমর্থন জানিয় এসেছিল।তবে ৬০ আসনের কী হবে তা নিয়ে নির্বাচন কমিশনে চলছে নানা ধরনের আলাপ-আলোচনা।

এ ছাড়া নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করেও অনেক এমপি-মন্ত্রী তাদের আসনের বিষয়ে কমিশনকে অবহিত করেছেন।

গত ১৪ মার্চ ১৬টি জেলার ৩৮টি আসনের সীমানায় পরিবর্তন এনে খসড়া তালিকা প্রকাশ করে ইসি তা বাড়িয়ে দাঁড়ায় ৬০টিতে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে জনসংখ্যার চেয়ে প্রশাসনিক অখণ্ডতা রক্ষার ওপর বেশি জোর দেয় ইসি। ফলে সংসদীয় আসনগুলোতে জনসংখ্যার ব্যবধান বাড়ছে।

স্পন্সরেড আর্টিকেলঃ