নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ চুনকার মৃত্যু্বার্ষিকী উপলক্ষে তাকে স্মরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ । মঙ্গলবার সন্ধ্যায় শহরের ২ নং রেলগেট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে আলী আহমেদ চুনকার স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ । সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই , সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান । এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আরজু রহমান ভূইয়া, আবদুল কাদির, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম,আজমত আলী, জসিম উদ্দিন, নাসিক ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন, মহানগর যুব লীগের সাধারণ সম্পাদক আহমদ আলী রেজা উজ্জল। পরে নেতাকর্মীরা মরহুমের আত্মার শান্তিকামনা করে বিশেষ মোনাজাত করেন।
এর আগে সকালে শহরে মরহুমের স্মরণে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালীতে আওয়ামী লীগ যুব লীগ ছাত্রলীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
এদিকে আজ বাবার কবরে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নাসিক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী।