আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চীনে কয়লা খনি ধসে ২১ শ্রমিক নিহত

অনলাইন রিপোর্ট: চীনের উত্তরাঞ্চলে একটি কয়লা খনি ধসের ঘটনায় ২১ জন শ্রমিক নিহত হয়েছেন। সেই সঙ্গে ভূগর্ভে এখনো অন্তত ২১ জন শ্রমিক আটকা পড়ে আছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

সংবাদ সংস্থা সিনহুয়া ও রাষ্ট্রীয় টেলিভিশন আজ রোববার জানায়, শানঝি প্রদেশের শেনমু শহরে শনিবার এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

সেই সময় কয়লা খনিতে প্রায় ৮৭ জন শ্রমিক কাজ করছিল। দুর্ঘটনার পর নিহত ২১ শ্রমিকসহ মোট ৬৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

বাকি অন্তত ২১ জন এখনো ভূগর্ভে আটকে আছেন। তবে তাদের ভাগ্যে ঠিক কী ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি দেশটির কর্তৃপক্ষ।

সংবাদে আরো বলা হয়, উদ্ধারকারীদের কাজে অগ্রগতি হয়েছে। তবে আটকা পড়াদের কবে নাগাদ উদ্ধার করা সম্ভব হবে সে সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি।

বিগত বছরগুলোতে চীনে প্রায়ই খনি দুর্ঘটনা, রাসায়নিক কারখানায় বা সংলগ্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটছে। ফলে দেশটির জন্য এই দুর্ঘটনাগুলো এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ