আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চিকিৎসায় বৈষম্য থাকবে না: বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, চিকিৎসায় কোন প্রকার  বৈষম্য থাকবে না । বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে স্বাস্থ্য খাতে বিপ্লব ঘটেছে।  মানু্ষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। মাতৃ এবং শিশু মৃত্যুর হার হ্রাস পেয়েছে। সরকার সারাদেশে জনগণের  চিকিৎসা সেবা নিশ্চিত করেছে।

শনিবার রূপগঞ্জের রূপসী গাজী ভবনে জাতীয় ভিটামিন  “এ“ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন,বিএনপি জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে দেশের স্বাস্থ্য খাত কে ধ্বংস করে দিয়েছে । ওরা ২৮ হাজার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিলো। যে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বর্তমানে দেশের জনগণ বিনামূল্যে চিকি’সা সেবা নিচ্ছে।

তিনি বলেন, দুর্নীতিবাজ কে বাঁচাতে বিএনপির নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করছে। ওরা মাঠে না নেমেই মিথ্যাচার করছে।