আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

‘চিকিৎসার নামে হয়রানি চলবে না’

নবকুমার:

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন , চিকিৎসার নামে হয়রানি চলবে না। রূপগঞ্জের প্রত্যেকটা নাগরিক রূপগঞ্জে বসে চিকিৎসা সেবা পাচ্ছে। রূপগঞ্জে কেউ চিকিৎসার নামে অনিয়ম করলে আমাকে জানাবেন আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। মানুষ এখন বিনা চিকিৎসায় মারা যাচ্ছে না।

গত ৩০ জুলাই (শনিবার) ভুলতা স্কুল এন্ড কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক কে.এম আবু হানিফ হৃদয়, সমিতির আজীবন সদস্য সিরাজুল ইসলাম ভূইয়া, আব্দুল আউয়াল মোল্লা, সুমন মাস্টার, শীলা রানী পাল। ক্যাম্প পরিচালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাঃ মোঃ আসলাম হোসেন।
ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করেন নারায়ণগঞ্জ জেলা সমিতি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন।

স্পন্সরেড আর্টিকেলঃ