নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ড. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘চাষাঢ়ায় ফুটওভার ব্রিজ তৈরি প্রথম সমস্যা চাষাঢ়া চত্তরের বিজয়স্তম্ভ। তার পাশেই শহীদ মিনার। যেখানে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক অনুষ্ঠান হয়। যে কেউ যদি ফুটওভার ব্রিজ থেকে ককটেল বা এমন কিছু ছুড়তে পারে যার ফলে সেখানে অবস্থানরত মানুষের ক্ষতি হতে পারে। তবে আমরা এই বিষয়ে ভাবছি কি করা যায়। আমরা ওয়ার্ল্ডব্যাংকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। তাদের অনুরোধ করেছি নারায়ণগঞ্জের জন্য একটি ট্রান্সপোর্ট মাস্টার প্ল্যান তৈরী করে দিতে। হয়তো সুফল এক দুই বছরে পাবো না। তবে পাবো অবশ্যই।’
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নগর ভবণে বেইলী স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘ফুটওভার ব্রিজ চাষাঢ়া চত্তরে না দিয়ে কোথায় দিতে পারি। যেমন রাইফেল ক্লাব থেকে শান্তন মার্কেট একটি ও নবাব সলিমুল্লাহ রোডে সুগন্ধা থেকে খাজা মার্কেট। তবে বঙ্গবন্ধু সড়কে কোনো ফুটওভার ব্রিজ আমরা দেবো না। বঙ্গবন্ধু সড়কের জন্য অন্য ব্যবস্থা গ্রহণ করবো।’
তিনি আরো বলেন, ‘হাজিগঞ্জ কেল্লাটি আমরা রক্ষনাবেক্ষণ করতে চাই। কিন্তু মন্ত্রণালয় থেকে অনুমতি পাচ্ছি না। অনুমতি পেলে আমরা কেল্লার দেয়ালগুলো রক্ষণাবেক্ষণ করে মাঠটি ছেলে মেয়েদের খেলার জন্য উন্মুক্ত করে দেবো।’
এ সময় নারায়ণগঞ্জ বেইলী স্কুলের শিক্ষক জেসমিন আক্তার, মাহমুদা খাতুন, নন্দিতা বিশ্বাস, নাজনীন সুলতানা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।