আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাষাঢ়ায় আ.লীগ অফিসে বোমা হামলায় নিহত শহীদদের স্মরণ

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় এমপি শামীম ওসমানকে টার্গেট করে আওয়ামী লীগ অফিসে বর্বরোচিত বোমা হামলার ২০ বছর পূর্ণ হয়েছে ১৬ জুন। ২০০১ সালে আওয়ামী লীগ সরকারের মেয়াদের শেষদিকে ১৬ জুন চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলার ঘটনা ঘটে। সেই হামলায় আওয়ামী লীগের ২০ জন নেতা-কর্মী প্রাণ হারান। গুরুতর আহত হন শামীম ওসমানসহ অর্ধশতাধিক লোক।

চিরতরে পঙ্গুত্ববরণ করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলার সভাপতি চন্দন শীল, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক রতন দাসসহ অনেকেই। সে ঘটনায় সেদিনই নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা দুটি মামলা (একটি বিস্ফোরক ও অন্যটি হত্যা) দায়ের করেন। ২০০১ সালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর মামলার তদন্ত কর্মকর্তা চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন।

পরবর্তীতে ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে এ মামলাটি পুনরুজ্জীবিত করা হয়। এখনো বিচার শেষ হয়নি।

বোমা হামলার ২০ বছর পূর্ণ উপলক্ষে নিহত শহীদদের স্মরণে বুধবার শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

স্পন্সরেড আর্টিকেলঃ