নিজস্ব প্রতিবেদক:
নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ভাষা সৈনিক সড়কের সংস্কার কাজের পরিদর্শন করেছেন নাসিক (১৩, ১৪, ১৫) নং ওয়ার্ড কাউন্সিলর এবং সাবেক প্যানেল মেয়র শারমিন হাবিব বিন্নি।
শনিবার (১৯ মে) দুপুরে সংস্কার কাজ পরিদর্শনে আসেন তিনি। এ সময় তার সাথে ছিলেন সিটি করপোরেশনের উপ সহকারী ইঞ্জিনিয়ার নাজমুল হাসান, কার্য সহকারী আরিফ চৌধুরী ও মুরাদ হোসেন জীবন প্রমুখ।
পরিদর্শনকালে কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি সড়কের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এছাড়াও বালুর মাঠ সড়কের দুই পাশের মার্কেটে লোহার ব্যবসায়ীদের সাথে কথা বলে সড়কের উপড় কোন সরঞ্জাম না রাখার অনুরোধ জানান তিনি।
প্রসঙ্গত, গত বছরের ৬ আগষ্ট ২ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সড়কটির সংস্কার কাজের ট্রেন্ডের কাজ দেয়া হয়েছে ঢাকার মামস কনস্ট্রাকশন কোম্পানীকে।