নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় চলছে ফল ও বৃক্ষমেলা ২০১৭। প্রায় ৩০ হাজার বৃক্ষের সমারোহ জিয়া হল পরিণত হয়েছে অভয়ারণ্যে। বাহারি রকমের ফুল ফলের আসরে সৃষ্টি হয়েছে এক সবুজায়নের শান্ত পরিবেশ। সবুজের শান্ত পরিবেশের সাথে এবারের বৃক্ষ মেলায় বিক্রিতেও শান্ত পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
বিক্রেতারা বলছেন, এবারের বৃক্ষমেলায় বেচা কেনা নেই বললেই চলে। শুক্রবার ছুটির দিনেও বৃক্ষ মেলায় দর্শনার্থীর সংখ্যাও কম।
এবার মেলায় সামাজিক বন বিভাগ, হার্টি কালচার সেন্টার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নবীগঞ্জ নার্সারীসহ মোট ৩৫ টি প্রতিষ্ঠান ৩৫ টি স্টলে অংশগ্রহণ করছেন।
শুক্রবার সরেজমিনে মেলা ঘুরে দেখা গেছে দর্শনার্থীর সংখ্যা তেমন একটা নেই। ছুটির দিনেও মেলায় রেঅক সমাগম কম হওয়াতে হতাশা প্রকাশ করেছেন ষ্টলের লোকজন।
এবিষয়ে ফল ও বৃক্ষ মেলা সভাপতি মাওলানা খাজা হেছামউদ্দিন চিশতি জানান, এবার ছাত্র আন্দোলন চলাকালীন অবরোধের সময়ে বৃক্ষ মেলা অনুষ্ঠিত হওয়াতে মেলা তেমন জমে উঠেনি। বেচা বিক্রি একদম নেই বললেই চলে।
গাছ হচ্ছে মানুষের একমাত্র নিঃস্বার্থ বন্ধু উল্লেখ করে মাওলানা খাজা হেছামউদ্দিন চিশতি বলেন, তাই সকলে গাছের সাথে প্রেম স্থাপন করুন, বেশি করে গাছ রুপন করুন এবং গাছের যত্ম নিন।