নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, চারদিকে একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। যাদের জনগণের ভিত্তি নেই, তাদের ষড়যন্ত্র ছাড়া কোন উপায় নেই। বাংলাদেশের রাজনীতিতেও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি।
৩০ আগস্ট শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে শোক দিবস উপলক্ষ্যে র্যালীর আগে আলোচনা সভায় শামীম ওসমান এসব কথা বলেন।
তিনি বলেন, আমি দেখতে পাচ্ছি যারা আওয়ামীলীগের ভালো চায়নি। তারাই এখন বড় কথা বলছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসুক যারা চায়নি, তারাই আওয়ামী লীগের বড় নেতা হয়ে যাচ্ছে।