আজ মঙ্গলবার, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাপে বিএনপি,মাঠে আ.লীগ

টি.আই.আরিফ:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গরম হচ্ছে নারায়ণগঞ্জের রাজনীতি। গেল ২০ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা বিএনপির অন্তর্গত থানা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ¦ নাসির উদ্দিন ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ। এরপর ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। সুত্রের খবর প্রত্যেকটা কমিটির নেতারা নানা চাপে রয়েছে। বিএনপির একাধিক নেতা গতকাল সংবাদচর্চাকে বলেন, কমিটি প্রকাশের পর থেকে দলীয় পদপ্রাপ্ত নেতাদের নামে বিভিন্ন মামলা দেওয়া হচ্ছে। শাসক দলের নাম ধারী কিছু ক্যাডার বিএনপি নেতাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। যাদের নামে মামলা আছে তারা গ্রেফতার আতঙ্কে রয়েছে।

অপর দিকে আন্দোলনের ডাক পড়েছে নারায়ণগঞ্জ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। আগামী ২ মার্চ জেলায় বিক্ষোভ সমাবেশ। ৫ মার্চ নারায়ণগঞ্জের প্রত্যেকটা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করবে। ৬ মার্চ ছাত্রদলের বিক্ষোভ । ১২ মার্চে নারায়ণগঞ্জের প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে হাট-বাজারে বিএনপির পথসভা হওয়ার কথা। সভা নারায়ণগঞ্জ বিএনপির নেতা কয় জন অংশ নেয় সেটা দেখার অপেক্ষা। এছাড়া কমিটি নিয়ে নারায়ণগঞ্জ বিএনপি নেতাদের মধ্যে কোন্দল লক্ষ্য করা যাচ্ছে। জেলা বিএনপির আহবায়ক এখনো স্থির হয়নি। জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ এলাকা ছাড়া। তাহলে জেলা বিএনপির নেতৃত্বে দেবে কে সেই প্রশ্ন তৃণমূল বিএনপির। যদি রবি-নাসির ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব পালন করেছে পর্যায়ক্রমে। রূপগঞ্জে ছাত্রদলের পদ বঞ্চিতরা বিক্ষোভ অব্যাহত রেখেছে। এমন অবস্থায় বিএনপি আন্দোলন করে কতটা সফল হবে তা নিয়েও দলের মধ্যে আলোচনা ।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং মূল্য কমানোর দাবিতে টানা ১১ দিনের কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির কর্মসূচি ঘোষণার পর ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও মাঠ দখলে রাখতে প্রস্তুত। গতকাল রূপগঞ্জ, আড়াইহাজার, ফতুল্লায়, সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ক্ষমতাসীন দলের কিছু নেতাকর্মীকে মাঠে দেখা গেছে।

এদিন আওয়ামী লীগের একাধিক সমর্থক বলেন, আন্দোলনের নামে বিএনপিকে আর নাশকতা করতে দেওয়া হবে না।

স্পন্সরেড আর্টিকেলঃ