নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক অশ্রুসিক্ত কণ্ঠে চলচ্চিত্র নির্মাতা ও শিল্পীদের উদ্দেশে বলেছেন, আপনাদের কাছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটা রেখে গেলাম। আমরা মুক্তিযোদ্ধারা হায়ত আর বেশি দিন বেচে থাকব না। আপনারা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরবেন। চলচ্চিত্রের মাধ্যমেই আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস হাজার হাজার বছর বেচে থাকবে।
সোমবার শাহবাগস্থ জাতীয় গণগন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে পরিচ্ছন্ন নাট্যান্দোলনের অনন্য সংগঠন চারুনীড়মের একাদশ কাহিনিচিত্র উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, পাকিস্তানীরা বাঙালিদের ধর্ষণ নির্যাতন ঘৃণা করেছে । আজ বাংলাদেশ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সকল সূচকে পাকিস্থানের উপরে রয়েছে। বাঙালিদের উচিত এখন পাকিস্তান কে ঘৃণা করা।
প্রসঙ্গত ২০০৯ সাল থেকে প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত চলচ্চিত্রের গুণ সম্পন্ন কাহিনিচিত্রগুলো নিয়ে সপ্তাহব্যাপী কাহিনিচিত্র উৎসবের আয়োজন করে আসছে পরিচ্ছন্ন নাট্যান্দোলনের অনন্য সংগঠন চারুনীড়ম। সোমবার সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিটে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের গল্প অবলম্বনে মাসুম শাহরিয়ার এর চিত্রনাট্য ও আবু হায়াত মাহমুদ পরিচালিত কাহিনিচিত্র ‘ক্র্যাক প্লাটুন’ প্রদর্শিত হয়েছে। প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। অনুষ্ঠানে মন্ত্রী পৌছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেয় আয়োজক বৃন্দ।