আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চনপাড়ায় যুবলীগ নেতার খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার  নির্দেশনায় করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া খেটে খাওয়া ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন যুবলীগ নেতা ইব্রাহিম। মঙ্গলবার রূপগঞ্জ উপজেলার চনপাড়া নবকিশলয় স্কুলে নিজস্ব তহবিল থেকে তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শহীন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা সহ অনেকে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, সাবান ।

প্রসঙ্গত  করোনা আতঙ্কে কাপছে সারা বিশ্ব। করোনা প্রতিরোধে বাংলাদেশে সরকারী-বেসরকারী সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। করোনার প্রভাব পড়েছে রূপগঞ্জেও । করোনা ভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন ও সামাজিক দূরত্ব বজায় রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা প্রচার অভিযান চালাচ্ছে। নারায়ণগঞ্জ জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ জন। তার মধ্যে আরোগ্য লাভকারী ২ জন। আইসোলেশনে ১ জন্য রয়েছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলার কেউ মৃত্যুবরণ করে নি।