আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামী ৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম রিহ্যাব মেলা শুরু

চট্টগ্রাম রিহ্যাব মেলা শুরু

আগামী ৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম রিহ্যাব মেলা শুরু চট্টগ্রাম রিহ্যাব মেলা শুরু

ইমরান সোহেল, চট্টগ্রাম ব্যূরো:
আবাসনে গতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের কাছে ‘হাউজিং লোন’ নামে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠনের দাবি জানিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী। আজ ৬ ফেব্র“য়ারি মঙ্গলবার দুপুরে চিটাগাং ক্লাবের ব্যাংকুইট হলে অনুষ্ঠিত রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০১৮ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ লিখিত বক্তব্যে দাবি জানান তিনি।

আবদুল কৈয়ূম চৌধুরী লিখিত বক্তব্যে আরও বলেন, নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির নাগরিকদের এ তহবিল থেকে ৫ শতাংশ সুদে ঋণের ব্যবস্থা করলে আবাসন খাত আরো সমৃদ্ধ হবে। সরকারের রাজস্ব আয়, কর্মসংস্থান, রড, সিমেন্ট, টাইলসসহ ২৬৯ প্রকার লিকেজ শিল্প প্রসারের মাধ্যমে সমগ্র নির্মাণখাত জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নির্মাণখাতের অবদান প্রায় ১৫ শতাংশ।

বাংলাদেশের আবাসন শিল্প শুধু আবাসনই সরবরাহ করছে না, একই সাথে ৩৫ লাখ শ্রমিকের উপর নির্ভরশীল ২ কোটি লোকের অন্নের যোগান দিয়েছে। আবাসনখাত নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করছে। এবারে থাকছে ৮৩টি স্টল। কো-স্পন্সর হিসেবে অংশগ্রহণ করছে ২১টি প্রতিষ্ঠান, সাধারণ স্টল হিসেবে ২১ বিল্ডিং ম্যাটেরিয়ালস ১০টি, আর্থিক প্রতিষ্ঠান ৭টি। সব মিলিয়ে অংশ নিচ্ছে ৫৯টি প্রতিষ্ঠান।

নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লুতে ০৮ ফেব্র“য়ারি থেকে চারদিনব্যাপী রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০১৮ শুরু হবে। চলবে ১১ ফেব্র“য়ারি পর্যন্ত। রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের প্রেস অ্যান্ড মিডিয়ার আহ্বায়ক এএসএম আবদুল গাফফার মিয়াজীর সঞ্চালনে এতে রিহ্যাবের চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক, কো-চেয়ারম্যান (২) ইঞ্জিনিয়ার মো. দিদারুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আলহাজ্ব আবদুচ ছালাম।

৯ ফেব্র“য়ারি সকাল ৯টায় রয়েছে শিশু চিত্রাংকন প্রতিযোগিতা এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল মান্নান। ১৫ ফেব্রু“য়ারি সন্ধ্যায় মেলার সমাপনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে মূল আকর্ষন হিসেবে থাকবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আঁখি আলমগীর।