আজ বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চঞ্চল চৌধুরী নাটক দেখার সময় পাচ্ছে না

চঞ্চল চৌধুরী নাটক

চঞ্চল চৌধুরী নাটক

সংবাদচর্চা রিপোর্ট:

চঞ্চল চৌধুরী নিজের অভিনীত নাটক দেখতে পারছেন না, ঘটনা সত্যি, । দেখতে পারছেন না, নাকি দেখছেন না? চঞ্চল চৌধুরী জানান, এবার ঈদের জন্য তিনি পাঁচটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে সাত পর্বের চারটি আর একটি ১০ পর্বের।

এই ধারাবাহিকগুলো হলো—এটিএন বাংলায় ‘নসু ভিলেনের সংসার’, বাংলাভিশনে ‘চরিত্র: স্বামী’ ও ‘ফেয়ার প্লে’, আর টিভিতে ‘হাটফেল ফয়েজ’ এবং গাজী টিভিতে ‘কেউ যেন না জানে’। এ ছাড়া রয়েছে ১০টি টেলিছবি ও খণ্ড নাটক। অংশ নিয়েছেন বিভিন্ন অনুষ্ঠানেও।

চঞ্চল চৌধুরী ঈদের কাজ নিয়ে জানান, ‘টানা আড়াই মাস কাজ করেছি। কাজ করতে করতে আমি ক্লান্ত। অমানুষিক পরিশ্রম। এভাবে কাজ করা ঠিক না। কিন্তু উপায়ও নেই। ঈদের সময় কয়েকজন আর্টিস্টের ওপর চাপটা বেশি থাকে।’

সোমবার দুপুরে  চঞ্চল চৌধুরী বলেন, ‘সব কটি নাটকের প্রচার সময় কাছাকাছি। আবার একই সময়ে বিভিন্ন টিভি চ্যানেলে আমার নাটক প্রচারিত হচ্ছে। কখন কোন নাটক শুরু হচ্ছে, কখন বিজ্ঞাপন বিরতি হচ্ছে, তা বোঝার উপায় নেই, জানার উপায় নেই। তাই ইচ্ছা থাকলেও পরিকল্পনা করে নিজের নাটক দেখা হয় না। হঠাৎ হঠাৎ দেখি, আবার অনেক সময় মনেও থাকে না।’

স্পন্সরেড আর্টিকেলঃ