আজ মঙ্গলবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এখনো সময় আছে ঘরে ফিরে আসুন , ঘরে থেকে কেউ ঘরের দুষ্মনি করবেন না : পাপ্পা গাজী

ঘরের দুষ্মনি করবেন না

ঘরের দুষ্মনি করবেন না

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার তারাব পৌর এলাকার মুগরাকুল মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা  মাঠে মরহুম হিম্মত শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিসিবির পরিচালক বিশিষ্ট ক্রীড়া সংগঠক সাংসদ পুত্র গাজী গোলাম মর্তুজা পাপ্পা।

প্রধান অতিথির বক্তৃতায় গাজী গোলাম মর্তুজা পাপ্পা আ.লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হলে কোন গ্রুপিং চলবে না। মাঠের কিছু লোক বিভ্রান্তি ছড়াচ্ছে । এখনো সময় আছে আপনারা ঘরে ফিরে আসুন । ঘরে থেকে কেউ ঘরের দুষ্মনি করবেন না।

রূপগঞ্জ বাসির উদ্দেশ্যে গোলাম মর্তুজা পাপ্পা বলেন, রূপগঞ্জে একটি আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণ করা হবে। আপনাদের এমপি গোলাম দস্তগীর একজন ক্রীড়া ব্যক্তিত্ব । তিনি  রূপগঞ্জের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।  বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খেলাধুলায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ক্রিকেটে বাংলাদেশ বিশ্বের পরাশক্তিতে রূপান্তরিত হয়েছে।

শনিবার বিকেলে ফাইনাল খেলা শুরু হয়। খেলার উদ্বোধন করেন মুড়াপাড়া সরকারি কলেজের ভিপি শাহারিয়ার পান্না সোহেল। টাইবেকারে দিঘীবরাব স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মুগরাকুল স্পোর্টিং ক্লাব।

খেলা শেষে বিজয়ীদের হাতে টফি তুলে দেন গাজী গোলাম মর্তুজা পাপ্পা।

তারাব পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর বি.এম আতিকের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান,আওয়ামীলীগ নেতা মহসিন ভূইয়া , রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, তারাব পৌর যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, তারাব পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী সারোয়ার হোসেন রাসেল,উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আলামিন, সাবেক ছাত্রলীগ নেতা রাতুল আহমেদ খোকন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক ফয়সাল শিকদার, উপজেলা  ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক রিয়াজ আহমেদ, তারাব পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুম্মান, ছাত্র নেতা উজ্জ্বল,সাদ্দাম, সজীব, মাছুমসহ অনেকে।