আজ শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গ্ল্যামারকন্যা এভ্রিলের এবার অভিনয়ে সম্পৃক্ততা ঘটলো

গ্ল্যামারকন্যা

গ্ল্যামারকন্যা
 বিনোদন: টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা সজলের বিপরীতে ক্যামেরার সামনে দাঁড়ানোর মধ্য দিয়ে শুরু হলো ‘মিস বাংলাদেশ ২০১৭’-তে অংশ নেয়া আলোচিত প্রতিযোগী গ্ল্যামারকন্যা  জান্নাতুল নাঈম এভ্রিল। সেই আলোচিত এভ্রিলের এবার অভিনয়ে সম্পৃক্ততা ঘটলো। তার এ মাধ্যমে পথচলা। এনটিভির নিজস্ব প্রযোজনায় নির্মিত নাটক ‘এমনওতো প্রেম হয়’-এ প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন সজল ও এভ্রিল। নাটকটি নির্মাণ করেছেন জুনায়েদ এবং রচনা করেছেন আহসান হাবিব সকাল। নাটকে সজল অভিনয় করেছেন সাহিল চরিত্রে এবং এভ্রিল অভিনয় করেছেন সজলেরই বিপরীতে দুটি চরিত্রে।
জীবনের প্রথম নাটকে অভিনয় এবং সেটাতে সহশিল্পী হিসেবে সজলের সঙ্গে সুযোগ পাওয়া প্রসঙ্গে এভ্রিল বলেন, সজল ভাই আমার অনেক অনেক প্রিয় একজন অভিনেতা। যখন থেকে অভিনয় বুঝি তখন থেকেই তাকে আমার খুব ভালো লাগে। সেই প্রিয় মানুষটির সঙ্গে প্রথম অভিনয় করার সময় দারুণ উচ্ছ্বাস কাজ করছিল আমার মনে। বৃহস্পতিবার শুটিংয়ে তার সঙ্গে প্রথম দেখা। আর প্রথম দেখাতেই আমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। এটা অবশ্যই সজল ভাইয়ার কৃতিত্ব। সহশিল্পী হিসেবে দারুণ সহযোগিতাপরায়ণ একজন শিল্পী তিনি। আমি রীতিমতো মুগ্ধ তার সঙ্গে কাজ করে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, এর গল্পটাতে নতুনত্ব আছে। এভ্রিলের এটি প্রথম নাটক ছিল। তারপরও অনেক আগ্রহ নিয়ে সে কাজটি করেছে। সবচেয়ে ভালো লেগেছে, অভিনয় শেখার আগ্রহটা তার মধ্যে আছে। যেকোনো দৃশ্যে অভিনয় করার আগে এভ্রিল রিহার্সাল করেছে নিজে থেকেই। যে কারণে প্রতিটি দৃশ্যই বলা যায় প্রাণবন্ত হয়ে উঠেছে। আমি খুব আশাবাদী আমাদের দুজনের ‘এমনওতো প্রেম হয়’ নাটকটি নিয়ে।

স্পন্সরেড আর্টিকেলঃ