আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে গ্রামীন পাইপ ওয়াটার সাপ্লাই স্কীমের উদ্বোধন

গ্রামীন পাইপ ওয়াটার সাপ্লাই

গ্রামীন পাইপ ওয়াটার সাপ্লাই

 

সোনারগাঁ প্রতিনিধি:
সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের প্রতাপের চর গ্রামীন পাইপ ওয়াটার সাপ্লাই স্কীমের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিত এ কাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা।
আলোচনা সভায় পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম, নারায়ণগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রশিদ মজুমদার, ভাইস চেয়ারম্যান শাহ আলম রূপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোহেল রানা, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ জামান মোল্লা, যুগ্ম আহবায়ক ডা: মো: আতিক উল্লাহ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, সোনারগাঁয়ে ৮০ ভাগ স্কুলে ওয়াশব্লক স্থাপন করা হয়েছে এবং শতভাগ স্কুলে বিশুদ্ধ পানির নলকূপ স্থাপন করা হয়েছে। শতভাগ স্কুলে বিদ্যুতের ব্যবস্থা করেছি। ২৮টি স্কুলের ভবনের কাজ চলছে ও ৩৪টি ভবনের অনুমোদন হয়েছে তার পরও এবারের এইচ এসসির ফলাফলে খুবই মর্মাহত।