আজ শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ঝূঁকি নিয়ে গ্যাস সিলিন্ডার বহন

গ্যাস সিলিন্ডার

আড়াইহাজারে ঝূঁকি নিয়ে গ্যাস সিলিন্ডার বহন

 

গ্যাস সিলিন্ডার

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) সংবাদদাতা:-

গ্যাস সিলিন্ডার মানুষের জীবনের জন্য একটি মারাত্মক ও স্পর্শকাতর দ্রব্য। বিভিন্ন স্থানে এ মারাত্মক সিলন্ডারের বিষ্ফোরণে ঘটে যাচ্ছে অনেক মৃত্যুর ঘটনা। আড়াইহাজারেও  সিলিন্ডার বিষ্ফোরণে সম্প্রতি এক ব্যাক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। অথচ এ বিপদজনক দ্রব্যটি বহনের ক্ষেত্রে কোন সাবধানতা বা নিয়ম নীতি মানা হচ্ছে না। যত্র তত্র খোলা মেলা ভাবে এ বিপদ জনক দ্রব্যটি বহন করা হচ্ছে। ফলে যে কোন সময় ঘটে যেতে পারে মারাত্মক কোন দূর্ঘটনা।

আড়াইহাজার উপজেলার প্রায় শতাধীক হাট-বাজারে রয়েছে গ্যাস সিলিন্ডার সাপ্লাইয়ের দোকান। বিভিন্ন কোম্পানী থেকে তাদেরকে সিলিন্ডার গুলো সরবরাহ করা হয়ে থাকে। আর সিলিন্ডার গুলো বহন করা হয় অত্যন্ত খোলা মেলা ভাবে। ছোট-বড় ট্রাক, নসিমন, ভটভটি দিয়েও সিলিন্ডার গুলো বহন করে বাজারে বাজারে সরবরাহ করা হয়ে থাকে। অনেক স্থানে রাস্তাÑঘাট ভাঙ্গা চুড়া রয়েছে। বহনের সময় ঝাকুনী খেয়ে যে কোন সময় গাড়ী উল্টে একাধিক সিলিন্ডার বিষ্ফোরণের ঘটনা ঘটে যেতে পারে। ফলে গাড়ীর চালক, হেলপার, বহনকারী এমন কি রাস্তায় থাকা পথচারীদের ও দূর্ঘটনায় পতিত হওয়ার সম্ভাবনা থেকে যায়।
গ্যাস সিলিন্ডার বহনের ক্ষেত্রে নিরাপত্তা জনিত নিয়ম বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন এলাকার সচেতন মহল।

স্পন্সরেড আর্টিকেলঃ