আজ বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গোগনগর প্রিমিয়ার সিমেন্টের কাভার্ড ভ্যান চাপায় নিহত ২

নারায়ণগঞ্জে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের গোগনগর এলাকায়  প্রিমিয়ার সিমেন্টের কাভার্ড ভ্যান চাপায় ব্যাটারী চালিত অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছে।  সোমবার সকালে সদর উপজেলার গোগনগর এলাকায় ওই ঘটনা ঘটে। পরে এক ঘণ্টা ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ ছিল। কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে ।  চালক হেলপার পালিয়ে গেছে।

নিহতদের হলেন, জামাল হোসেন (৪০) ও অজ্ঞাত (৩৫) একজন ।

স্থানীয়রা জানান , ভোর সাড়ে ৬টায় অটোরিকশাটি মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিলো। এসময় প্রিমিয়ার সিমেন্টের একটি কাভার্ড ভ্যান পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় চালক জামাল হোসেন। আর গুরুতর আহত হয় যাত্রী (অজ্ঞাত)। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় যাত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এসময় স্থানীয়রা কাভার্ড ভ্যানটি আটক করে ভাঙচুর করে।

পুলিশ জানান , লাশ  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ