আজ বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গুজব ছড়িয়ে আতংক সৃষ্টি করবেন না: ইভা

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা বলেন, আপনারা কোন গুজব ছড়াবেন না। গুজব ছড়িয়ে আতংক সৃষ্টি করবেন না। সকলকে ঘরে থাকার আহবান জানিয়ে ডাঃ ইভা বলেন, এ পযন্ত ২৩ জন লোক করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে তিন জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকীরা আইসোলেশনে চিকিৎসা করানো হচ্ছে।

বুধবার দুপুরে আড়াইহাজার উপজেলার করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, করোনায় আক্রান্ত রোগীরা শত্রু নয়। আমাদেরই কারও স্বজন কিংবা প্রতিবেশি। তাদের প্রতি মানবিক হউন।

তিনি আরো বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে হাসপাতালের ফেইসবুক থেকে সকলকে জানিয়ে দিব। তিনি সকলকে সাবধানে থাকার অনুরোধ জানান।