আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজী পিসিআর ল্যাবের সুফল পাচ্ছে জনগণ: ইউএনও

নবকুমার:
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেছেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং তারপুত্র গাজী গোলাম মর্তুজা পাপ্পা সঠিক সময়ে সঠিক উদ্যোগ নিয়েছে। তাদের অবদানে শুধু রূপগঞ্জ নয় নারায়ণগঞ্জসহ আশেপাশের জেলাগুলোয় যারা করোনা টেস্টের অভাবে অবহেলিত ছিলো,তারা টেস্টের আওতায় এসেছে। গাজী পিসিআর ল্যাবের মাধ্যমে বহুপ্রাণ রক্ষা পাচ্ছে। জনগণ ল্যাবের সুফল পাচ্ছে। বিশেষ করে করোনার হটজোট রূপগঞ্জের মানুষ নমুনা দেওয়ার হয়রানী থেকে মুক্তি পেয়েছে।
গতকাল ভোলাব গণবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতামুলক সভা, চিকিৎসাপত্র ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মমতাজ বেগম বলেন, গাজী কোভিড-১৯ রিয়েল টাইম পিসিআর টেস্ট ল্যাব উদ্বোধনের ফলে নারায়ণগঞ্জবাসী অনেক সুবিধা পাচ্ছে। আগে ৩/৪ দিন রিপোর্টের জন্য অপেক্ষা করতে হয়েছে। এখন ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট পাওয়া যাচ্ছে। প্রতিদিন আমরা বেশি বেশি করে স্যাম্পল দিতে পারছি এবং রোগীদেরকে শনাক্ত করে সেবা দিতে পারছি। উদ্যোগটি নেওয়ার জন্য গাজী পরিবারকে বিশেষ করে পাপ্পা ভাইকে অনেক ধন্যবাদ।
তিনি বলেন, দেশের ক্রান্তিকালে সরকারের পাশাপাশি রূপগঞ্জের সাধারণ মানুষের পাশে রয়েছে গাজী পরিবার। মন্ত্রীর এ অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
ইউএনও বলেন, রূপগঞ্জের প্রত্যেকটা ইউনিয়নে নমুনা সংগ্রহ অব্যাহত রয়েছে। বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের জন্য মন্ত্রী মহোদয় লোকের ব্যবস্থা করে দিয়েছেন।
সভায় সভাপতিত্ব করেন ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু।
সভায় আরো বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাঈদ আল মামুন, ডা. ফয়সাল আহাম্মেদ, ভোলাব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আশকারী, মাকসুদুল হাসান, ইউপি সদস্য বাদশা মোল্লা, শাহীনা আক্তার প্রমুখ। পরে করোনা ভাইরাস পরীক্ষা করার জন্য ৫০জন রোগীর নমুনা সংগ্রহ, শতাধীক রোগীর মাঝে চিকিৎসাপত্র ও ওষুধ বিতরণ করা হয়।