আজ বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাউছিয়াতে মিষ্টির দোকানে অভিযান

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলার ভূলতা গাউছিয়া মাকেটে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার ( ৯ সেপ্টেম্বর) বিকালে অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি বিক্রি করায় তিনটি দোকানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠান সহ মোট জরিমানা করা হয়েছে ৭ হাজার টাকা। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আফিফা খাঁন। তিনি ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দিয়েছেন।

সহকারী কমিশনার ( ভূমি) আফিফা খাঁন জানান, মূল্য তালিকা নেই। অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি সংরক্ষণ করা হচ্ছে। মশা-মাছি পড়ে আছে। অনেকে মাস্ক পরেনি। সতর্ক করার জন্য মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।