আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে ২ গাঁজা ব্যবসায়ী গ্রেপ্তার

মাদক ব্যবসায়ী

গাঁজা ব্যবসায়ী

 

বন্দর প্রতিনিধি:
বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২ গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে বন্দর থানার ১নং খেয়াঘাট ও শনিবার বিকেলে ১নং মাধবপাশা এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ২ মাদক ব্যবসায়ী কাছ থেকে ৫’শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার এএসআই ইলিয়াছ খানসহ সঙ্গীয় র্ফোস শুক্রবার রাতে বন্দর ১নং খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ২’শ ৫০ গ্রাম গাঁজাসহ চট্রগ্রাম জেলার মিরসরাইল থানার মগাদিয়া এলাকার রানা চৌধূরী ছেলে গাঁজা ব্যবসায়ী সাগর (২৪)কে গ্রেপ্তার করে। এ ছাড়াও একই পুলিশ শনিবার বিকেলে ১নং মাধবপাশা এলাকায় অভিযান চালিয়ে ৩’শ গ্রাম গাজাঁসহ একই এলাকার সলিমুল্লা ওরফে ছইল্লা মিয়ার ছেলে চিহিৃত মাদক ব্যবসায়ী ও পুলিশ সোর্স রনী (২৩)কে গ্রেপ্তার করে। ধৃত ২ মাদক ব্যবসায়ী মধ্যে সাগরকে মাদক মামলায় শনিবার দুপুরে আদালতে প্রেরণ করলেও অপরধৃত গাঁজা ব্যবসায়ী রনীকে আজ রোববার সকালে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।