বন্দর প্রতিনিধি:
বন্দর থানা ও কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। পুলিশ গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩’শ গ্রাম গাঁজা ও ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গত রোববার সন্ধ্যায় থানার দক্ষিন লক্ষনখোলা ও একই রাতে লাঙ্গলবন্ধ ব্রীজের সামনে থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন প্রকার মাদক দ্রব্য উদ্ধারের ঘটনায় বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৬৯(৪)১৮ ও ৭০(৪)১৮।
জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক আব্দুল আলিমসহ সঙ্গীয় র্ফোস রোববার সন্ধ্যায় দক্ষিন লক্ষনখোলা মাদ্রাসার রোড এলাকায় অভিযান চালিয়ে ৩’শ গ্রাম গাঁজাসহ একই এলাকার আলী আহাম্মদ সরদারের ছেলে গাঁজা ব্যবসায়ী রুবেল সরদার (২৪)কে গ্রেপ্তার করে। এ ছাড়াও কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ একই রাতে লাঙ্গলবন্ধ ব্রীজ এলাকায় অভিযান চালিয়েছে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ লাঙ্গলবন্ধ বৈমালীপাড়া এলাকার জয়দেব মালি ছেলে ইয়াবা ব্যবসায়ী সন্তুস চন্দ্র দাস (৫০) একই এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে রমজান (২৬) ও লাঙ্গলবন্ধ নগর এলাকার মৃত কদম চন্দ্র দাসের ছেলে অপর মাদক ব্যবসায়ী তারেক চন্দ্র দাস (৪৫)কে গ্রেপ্তার করে।
ধৃতদের পৃথক ২টি মাদক মামলায় সোমবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।