আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

গন্ধর্বপুর পানি শোধনাগার পরিদর্শন করলেন ২ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর পানি শোধনাগার কেন্দ্র (ঢাকা এনভায়রমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্প ) পরিদর্শন করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এবং স্থানীর সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।
শনিবার (৬ ফেব্রয়ারি) দুপুরে তারা এই প্রকল্প পরিদর্শন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খান, প্রকল্প পরিচালক প্রকৌশলী মাহমুদুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহসহ অন্যরা।

পরিদর্শন শেষে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেন, বাংলাদেশে ৯৮ ভাগ মানুষের মাঝে পানি সরবরাহ করা হয়েছে। অল্প সময়ের ভেতরে আমরা শতভাগ মানুষকে পানি সরবরাহের আওতায় আনতে পারব।
তিনি বলেন, গন্ধর্বপুরে একটি প্রকল্পের কাজ শেষ হতে যাচ্ছে। আরও চারটি প্রকল্প করা হবে এবং এটি আমাদের খুব দ্রুত করতে হবে।

স্পন্সরেড আর্টিকেলঃ