আজ বুধবার, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ গণঅভ্যুত্থান দিবস ও ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া তথ্য সমূহ

গণঅভ্যুত্থান

গণঅভ্যুত্থান

সংবাদচর্চা ডেস্ক:

বাঙালি জাতির ইতিহাসে ২৪ জানুয়ারি এক অবিস্মরণীয় দিন। ১৯৬৯ সালের এ দিনে পাকিস্তানের সামরিক শাসন উৎখাতে কার্য ভঙ্গ করে জনতা মিছিল বের করে।জনতার অভ্যুত্থানের জোয়ারে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবসহ অন্যান্যদের মুক্তি দিতে বাধ্য হয় সামরিক সরকার।   মিছিলের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালায়। নিহত হয় ঢাকার নবকুমার ইনস্টিটিউটের দশম শ্রেণীর ছাত্র মতিউর। এতে আন্দোলন আরো বেগবান হয়। সেই সাথে পতন ঘটে আইয়ুব খানের। নিহত শহীদ মতিউরের পিতা আজহার আলী মল্লিক ছিলেন একজন ব্যাংক কর্মচারী।

চট্টগ্রামে গণহত্যা দিবস
এরশাদ বিরোধী আন্দোলনে ২৪ জানুয়ারি একটি উল্লেখযোগ্য দিন। এরশাদ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে ১৯৮৮ সালের এই দিনে তৎকালীন ১৫ দলীয় ঐক্যজোট চট্টগ্রামের বিখ্যাত লালদীঘির মাঠে একটি সমাবেশের আয়োজন করে। আওয়ামী লীগ সভানেত্রী ও ১৫ দলীয় ঐক্যজোট নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি মিছিল লালদীঘির সমাবেশে আসার পথে পুরাতন বাংলাদেশ ভবনের সামনে পুলিশ মিছিলের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এ সময় শেখ হাসিনা আদালত ভবনে উঠে প্রাণে রক্ষা পেলেও পুলিশের গুলিতে নিহত হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার লাশ একসঙ্গে বলুয়ারদিঘি শ্মশানে নির্বিচারে দাহ করা হয়। এ ঘটনায় নিহতরা হলেন সুমন চৌধুরী, আনোয়ার হোসেন, স্বপন বিশ^াস, অর্জিত সরকার, এঞ্জেল বার্থ গোমেজ, চান মিয়া, গোবিন্দ দাশ, মোহাম্মদ বদরুল, রমেশ বৈদ্য, সাজ্জাদ হোসেন, জিকে চৌধুরী, আবদুল মান্নান, কাশেম, জিকে দাশ, মোঃ কুদ্দুছ, পংকজ বৈদ্য, বাহার উদ্দিন, কামাল হোসেন, সবুজ হোসেন, শাহাদাত হোসেন, হাসান মুরাদ, পলাশ, সময় দত্ত ও মহিউদ্দিন শামীম।

জার্মানীর বিখ্যাত লেখক আর্নেস্ট হফম্যান জন
১৭৭৬ সালের এ দিনে জার্মানীর বিখ্যাত লেখক আর্নেস্ট হফম্যান জন্ম গ্রহণ করেন। জার্মানীর সাহিত্য জগতে রোমান্টিক আন্দোলনে তিনি গভীর প্রভাব বিস্তার করেছিলেন। তিনি যে অমিত কল্পনা শক্তির অধিকারী ছিলেন তা তার রচনাবলীর মাধ্যমে পরিস্ফুট হয়ে উঠেছে। তিনি আইন শাস্ত্রে অধ্যায়ন করলেও খুব অল্প সময়ের জন্য তিনি আইন চর্চা করেছেন। তারপর তিনি লেখালেখির পাশাপাশি চিত্রাংকন, সঙ্গীত সমালোচনা এবং সঙ্গীত রচনায় আত্মনিয়োগ করেন। হফম্যানের লেখা অনেক খ্যাতনামা ছোটগল্প ফ্যানটাস্টিক পিসেস ইন দ্যা ম্যানার অব ক্যালোট নামক সংকলনের দ্বিতীয় খন্ডে সংকলিত হয়েছে। এই একই পুস্তকে তার কয়েকটি সঙ্গীত সমালোচনা এবং চিত্রও সংকলিত হয়েছে। জার্মানির এই খ্যাতনামা লেখক ১৮২২ সালে পরলোকগমন করেন।

ইংল্যান্ডে বয়স্কাউট আন্দোলনের সূচনা
১৯০৮ সালের এ দিনে ইংল্যান্ডে বয়স্কাউট আন্দোলনের সূচনা হয়। রবার্ট ব্যাডেল পাওয়েলের স্কাউটিং ফর বয়েজ নামের রচনার প্রথম অংশ প্রকাশের মাধ্যমে এই আন্দোলের সূচনা হয়েছিলো। ১৯০০ সালে দক্ষিণ আফ্রিকার যুদ্ধের মধ্য দিয়ে ব্যাডেন পাওয়েল বৃটেনে জন-নায়কে পরিণত হন। এর আগে থেকেই তার যুদ্ধ সংক্রান্ত কিছু লেখা কিশোর তরুণদের আকৃষ্ট করছিলো। পরবর্তীতে তিনি এ জিনিসগুলো সাধারণ উপযোগী করে খেলার সিদ্ধান্ত গ্রহণ করেন। তবে এ কাজটি করার আগে তার ভাবনাগুলোকে কিশোরদের উপর কতোখানি কার্যকর হয় তা হাতে কলমে পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নেন। এ লক্ষ্যে ১৯০৭ সালের ২৫শে জুলাই তিনি পনর দিনের একটি শিবির করেন। তার শিবির ব্যাপকভাবে সাফল্য অর্জন করেছিলো। ১৯৪১ সালে ব্যাডেন পাওয়েল পরলোক গমন করেন। বর্তমানে পৃথিবীর ২১৭ টি দেশে ৩ কোটি ৮০ লক্ষ স্কাউট ও গাইড রয়েছে।

ভিটামিন ‘সি’র আবিষ্কারক চার্লস গ্লিন কিং পরলোকগমন
১৯৮৮ সালের এ দিনে ভিটামিন ‘সি’র আবিষ্কারক প্রাণ-রসায়নবিদ চার্লস গ্লিন কিং পরলোকগমন করেন। স্কার্ভি এবং অপুষ্টি প্রতিরোধে ভিটামিন ‘সি’ বিশেষ ভূমিকা রয়েছে। পাঁচ বছর ধরে গভীর গবেষণা চালিয়ে ১৯৩২ সালে তিনি লেবুর রস থেকে ভিটামিন সি পৃথক করতে সক্ষম হয়েছিলেন। গবেষকদের সহায়তায় দ্রুত ভিটামিন সির গঠন কাঠামো কি তা নির্ধারণের কাজ সম্পন্ন করা হয় এবং ১৯৩৩ সালে কৃত্রিম ভাবে এই ভিটামিট উৎপাদনের কাজ শুরু হয়। ভিটামিন সির অপর নাম এসকোরবিক এসিড। প্রকৃতিকে এই ভিটামিন লেবু জাতীয় ফল এবং সবুজ শাক সবজিতে পাওয়া যায়। বেশির ভাগ প্রাণী গ্লুকোজ থেকে নিজেদের প্রয়োজনীয় ভিটামিন সি তৈরি করে। কিন্তু মানুষ সহ প্রাইমেট গোত্রের প্রাণীদেরকে খাদ্যের মাধ্যমে এই ভিটামিন গ্রহণ করতে হয়।

আলফ্রেড হিচককের প্রথম ছবির মুক্তি
ক্স ১৯২৭ সালের এ দিনে তৎকালীন তরুণ পরিচালক আলফ্রেড হিচককের প্রথম ছবি দ্য প্লেজার গার্ডেন মুক্তি পায়। এরপর হিচকক আরো কয়েকটি ছবি নির্মাণ করেন। তিনি ১৯৩৯ সালে সিনেমা নির্মাণের উন্নত প্রযুক্তির সহায়তা নেয়ার জন্য হলিউডে চলে যান। তার নির্মিত রেবেকা ছবিটি ১৯৪০ সালে সেরা ছবি হিসেবে অস্কার লাভ করে এবং আলফ্রেড হিচকক সেরা চলচ্চিত্র পরিচালক হিসেবে মনোনীত হন। ১৯৫০এর দশকে তিনি সাইকো, দ্যা বার্ডস, ভার্টাইগো এবং রিয়ার উইন্ডোর মত জনপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেন। তার নির্মিত প্রতিটি ছবিতে তার সৃজনশীল উপস্থিতির ব্যাপক স্বাক্ষর রয়েছে এবং এ সব ছবির কোনো একটি জিনিসও ঘটনাক্রমে হয় নি। ১৯৮০ সালে আলফ্রেড হিচকক পরলোকগমন করেন।

ক্স রোমক স¤্রাট ক্যালিগুলা আততায়ীর হাতে নিহত (৪১)
ক্স ইসলামের অন্যতম খলিফা হযরত আলী (রা:)-এর ইহলোক ত্যাগ (৬৬১)
ক্স চীনের শানখিতে প্রচ- ভূমিকম্পে আট লক্ষাধিক প্রাণহানি (১৫৫৬)
ক্স আইরিশ বিদ্রোহ শুরু (১৭৯৮)
ক্স অবিভক্ত ভারতের প্রথম ব্যারিস্টার গণেন্দ্রমোহন ঠাকুরের জন্ম (১৮২৬)
ক্স জেমস মার্শালের ক্যালিফোর্নিয়ার প্রথম স্বর্ণ আবিষ্কার (১৮৪৮)
ক্স কলকাতা, বোম্বে ও মাদ্রাজে বিশ^বিদ্যালয় স্থাপিত (১৮৫৭)
ক্স প্রিন্স আলেকান্দু ওয়ালাচিয়া ও মালদোভার শাসক নির্বাচিত। পরে এ রাজ্য দু’টি একত্রিত হয়ে গঠিত হয় রুমানিয়া (১৮৫৯)
ক্স ইংল্যান্ডের স্যার রবার্ট ব্যাডেন পাওয়েল প্রথম বয়স্কাউট গঠন করেন (১৯০৭)
ক্স ড: রাজেন্দ্রপ্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত (১৯৫০)
ক্স বোম্বেতে সর্বপ্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু (১৯৫২)
ক্স বাংলাদেশকে সোভিয়েত ইউনিয়নের স্বীকৃতি (১৯৭২)
ক্স সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুহাম্মদ উল্লাহ রাষ্ট্রপতি নির্বাচিত (১৯৭৪)

স্পন্সরেড আর্টিকেলঃ