অনলাইন ডেস্ক:
আই লাভ মাই কার্ভস! বরাবরই এই বার্তা, টালিউডের ঠোঁটকাটা অভিনেত্রী শ্রীলেখার। এবারে মেদ নিয়েই খোলামেলা ফটোশ্যুট করলেন তিনি। তার এই লাস্যময়ী অবতারে কুপোকাত ভক্তরা।
টলিপাড়ার কার্ভি অভিনেত্রীদের কথা ভাবলে শুরুতেই উঠে আসে শ্রীলেখা মিত্রর নাম। ‘আই লাভ মাই কার্ভস’, বরবারই এই বার্তা তার। নিজেকে ফিট রাখতে জিমে ঘাম ঝরান ঠিকই, তবে সেটা সুস্থ থাকতে।
সোশ্যাল মিডিয়ায় বরাবরই রাখঢাকহীন শ্রীলেখা। মনের কথা মন খুলে বলেন তিনি, বিতর্কেও জড়ান। কদিন আগে ‘মানিকে মাগে হিথে’ গানে নেচেও হু হু করে ভাইরাল হয় সেই ভিডিও। এবারে আবার সাহসী অবতারে ধরা দিলেন শ্রীলেখা।
ভিডিওটিতে শ্রীলেখাকে কখনও দেখা গেল শাড়িতে, কখনও পাশ্চাত্য পোশাকে, কখনও বা ব্রাইডাল লেহেঙ্গায়। কনের সাজে তাক লাগালেন শ্রীলেখা।
২৮ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে ফটোশ্যুটের ভিডিওটি পোস্ট করেছেন শ্রীলেখা। আর ক্যপশনে লিখেছেন ‘অবশ্যই আমি আমার শরীরের এই ভাঁজগুলোর মালিক। ভালোবাসাই আমার ধর্ম।’
সূত্র: হিন্দুস্তান টাইমস