দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১২ সেপ্টম্বর) সকালে নারয়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপি’র সহসভাপতি এড. জাকির হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মাকিদ মোস্তাকিম শিপলু, যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আলী আজগর, যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, মহানগর বিএনপি নেতা এড. আব্দুল মতিন, আল-মামুন প্রমুখ।